HomeBengalশোভন-বৈশাখীর রুদ্রাভিষেক! শিব মন্দিরে দেখা মিলল জুটির

শোভন-বৈশাখীর রুদ্রাভিষেক! শিব মন্দিরে দেখা মিলল জুটির

- Advertisement -

 

 

বিয়ে হয়নি তো কি আছে, চুটিয়ে সংসার করছেন শোভন-বৈশাখী। মন থেকে আপন করে নিয়েছেন একে-অপরকে। শ্রাবণে রুদ্রাভিষেকও এবার একসাথে দেখা মিলল শোভন-বৈশাখীর। বৈশাখীর মেয়ে মহুলও ছিল সঙ্গে।

শিবের আশীর্বাদ পাওয়া জন্য শ্রাবণ মাসে ব্রত পালনের রীতি বহু পুরনো। বিবাহিত মহিলারা কখনও একা কিংবা সঙ্গীকে সাথে নিয়েই শিবপুজোয় বসেন। এবার শ্রাবণে রুদ্রাভিষেক করলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কষ্ট ও গ্রহপীড়া দূর করতে নাকি দারুণ কাজে দেয় শিবের রুদ্রাভিষেক। এমনটাই মনে করেন অনেকেই। এবার সেই ব্রতই পালন করলেন দুজনে। একদিকে সাদা পঞ্জাবিতে শোভন, আর কমলা আগুন রঙা শাড়িতে বৈশাখীর দেখা মিলল।

জানা গিয়েছে যে, রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছিল পাশের বাড়িতে। সেখানে পুরো পরিবার অংশ নেয়। শোভন-বৈশাখীর সঙ্গে এদিন বৈশাখী ও মনোজিতের একমাত্র সন্তান মহুলকেও দেখা গেলো। মা বাবা আলাদা থাকায় এখন শোভনের বাড়িতেই থাকে সে। শোভনের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক মহুলের। একে অপরকে ডাকে দুষ্টু নামে।

এদিন রুদ্রাভিষেকে অংশ নেওয়া তো বটেই, তার ওপর মন্দিরে গিয়েও শিবলিঙ্গে দুধ ঢাললেন শোভন আর বৈশাখী দুজনে। সেই সময় দুজনের পরনে পোশাকে রঙ মিলান্তি লক্ষ করা গেলো। গোলাপি রঙের পোশাক পরেছিলেন দুজনে। শোভন-বৈশাখীর এই ছবিগুলি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

Most Popular