Home Bengal প্রার্থীর মনোনয়নের দিন ইস্তফা পুরপ্রধানের! শ্রীরামপুরে কী ঘটছে?

প্রার্থীর মনোনয়নের দিন ইস্তফা পুরপ্রধানের! শ্রীরামপুরে কী ঘটছে?

শুক্রবারই মনোনয়ন জমা দেবেন কল্যাণ।

by Pallabi Sanyal
12 views

মহানগর ডেস্ক : বৃহস্পতিবার প্রচারের মাঝপথে বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার ঘটলো আরেক কাণ্ড। পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা। এদিকে শুক্রবারই মনোনয়ন জমা দেবেন কল্যাণ। এমন দিনে পুরপ্রধানের ইস্তফা দেওয়ার বিষয়ট বিষ্ময়কর হলেও নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।

পুরসভা সূত্রে জানা যাচ্ছে, গিরিধারী সাহাকে নিজের নির্বাচনী এজেন্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেকারণেই শ্রীরামপুর পুরসভার উপপুরপ্রধান উত্তম নাগের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন পুরপ্রধান গিরিধারী সাহা।নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন গিরিধারী সাহা। এখন উ–পুরপ্রধানই উত্তম নাগই সব দায়িত্ব পালন করবেন।এই পরিস্থিতিতে শ্রীরামপুর পুরসভার প্রশাসনিক কাজে কোনও সমস্যা হবে না বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম পালন করতে গিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে গিরিধারীকে। কোনও প্রার্থীর এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। যদিও এবারই প্রথম পুরপ্রধান হয়েছিলেন গিরিধারী সাহা।

পুরপ্রধান থেকে নির্বাচনী এজেন্ট, নতুন ভূমিকা, নতুন দায়িত্ব প্রসঙ্গে গিরিধারী সাহা বলেন, ”লোকসভা নির্বাচনে প্রার্থীর এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। নির্বাচন কমিশনের আইন মেনে তাই ইস্তফা দিয়েছি। দলীয় নেতৃত্ব তাতে সম্মতি দিয়েছেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved