Home Bengal প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের স্থগিতাদেশ, জানাল কলকাতা হাইকোর্ট

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের স্থগিতাদেশ, জানাল কলকাতা হাইকোর্ট

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলো ডিভিশন বেঞ্চ। আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মেয়াদ বৃদ্ধি করেছেন।

প্রসঙ্গত, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ এবং পর্ষদ। সেই আবেদনের ভিত্তিতেই স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তার মেয়াদই এদিন বৃদ্ধি করা হল বলে জানা গিয়েছে। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে চাকরি বাতিলের এই স্থগিতাদেশ।

আরও পড়ুন: শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন ‘জেমস বন্ড’ রাজ্যপাল: ব্রাত্য বসু

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত নন, তাঁদের চাকরি বাতিল করা হবে। আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে বলে তিনি আরোও নির্দেশ দেন। যে সব শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদেরও নিয়োগ প্রক্রিয়ায় আনতে হবে। ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে বলে জানান তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রথম রায়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল। বিচারপতি তালুকদার অবসর গ্রহণ করার কারণে সোমবার এই মামলা বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৩ অক্টোবর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved