Home Bengal একই নামের দুই প্রার্থী! একের চাপ অন্যের ওপর

একই নামের দুই প্রার্থী! একের চাপ অন্যের ওপর

নির্দল প্রার্থী জগন্নাথের দাবি, বিজেপির হুমকি এবং নানা চাপের কারণে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে তাঁকে।

by Pallabi Sanyal
10 views

মহানগর ডেস্ক : নির্দল ও বিজেপি প্রার্থীর নাম হুবহু এক! আর এতেই বাড়ছে বিভ্রান্তি। নদিয়ায় বিজেপি পুনরায় প্রার্থী নির্বাচিত করেছে জগন্নাথ সরকারকে। অন্যদিকে,নির্দল প্রার্থীর নামও জগন্নাথ সরকার। আর এতেই গন্ডগোলের সূত্রপাত। নির্দল প্রার্থীর অভিযোগ, বিজেপির হুমকি এবং চাপের কারণে ঘর ছাড়তে হয়েছে তাঁকে। বিজেপির জগন্নাথই তাঁর মূল প্রতিদ্বন্দ্বি বলেও দাবি করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ির বাইরে কাটাচ্ছেন বলে দাবি তাঁর। জগন্নাথ সরকার নির্দল প্রার্থী লড়ছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে।তাঁর দাবি, বিজেপির প্রার্থী হয়েছে যিনি সেই জগন্নাথ সরকার আদতে হিন্দুত্বের কথা বলে হিন্দুদের সঙ্গে প্রতারণা করছেন।

নির্দল প্রার্থী জগন্নাথের দাবি, বিজেপির হুমকি এবং নানা চাপের কারণে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে তাঁকে। তবে তাঁর সংগঠনের লোকেরা প্রচারের কাজ চালাচ্ছেন।শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকার একটি সবজির দোকানের কর্মী।। রাজনীতি মহলের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাঁর। ৫৮ বছরের সেই লোকটি এবার প্রথম নির্বাচনের ময়দানে নেমেছেন। তাও লোকসভার মতো বড় মাঠে। ঘটনাচক্রে রানাঘাটের বিদায় সংসদ তথা বিজেপি প্রার্থী নামও জগন্নাথ সরকার। তিনিও শান্তিপুর ব্লকেরই বাসিন্দা। আড়বান্দী ২ পঞ্চায়েতের আরপাড়ায় বাড়ি তার।

অন্যদিকে, বিজেপর জগন্নাথ সরকারের দাবি,’এটা আসলে তৃণমূলের চক্রান্ত। এর নামের দুই প্রার্থীকে ভোটে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা। কিন্তু, সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হবে না বলে আমার বিশ্বাস।’ যদিও এই দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved