Home Bengal জল সঙ্কট! এখনই বন্ধ করুন অপচয়, আবেদন খোদ মেয়রের

জল সঙ্কট! এখনই বন্ধ করুন অপচয়, আবেদন খোদ মেয়রের

এপ্রিলে ৪০ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রার পারদ।

by Pallabi Sanyal
5 views

মহানগর ডেস্ক : পুড়ছে দক্ষিণবঙ্গ। তার ওপর দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। এমতাবস্থায় জল অপচয় করা থেকে বিরত থাকার অনুরোধ জানালেন মেয়র ফিরহাদ হাকিম। ইতমধ্যেই তীব্র দাবদাহের আবহে নেমে গিয়েছে হুগলি নদীর জলস্তর।শহরের জল প্রকল্পের যেখান থেকে জল তোলা হয়, সেখানে জোয়ার ছাড়া আর জল তোলা সম্ভব হচ্ছে না। ফলে তীব্র জলসঙ্কের আশঙ্কা করা হচ্ছে এই গরমে।

এপ্রিলে ৪০ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রার পারদ। রিপোর্ট অনুযায়ী, খিদিরপুরের তক্তা ঘাটে হুগলি থেকে পর্যাপ্ত জল তোলা সম্ভব হয়নি কয়েক দিন। অবশ্য, পলতায় জল প্রকল্পটি এমনভাবে তৈরি সেটি জোয়ার এবং ভাটার সময় খুব একটা জলস্তরের পরিবর্তন হয় না। তবে এর মধ্যেও গত দুই সপ্তাহে সেখানে জল তুলতে সমস্যা হয়েছে কয়েকদিন। তবে এর জন্যে উত্তর কলকাতায় হয়ত তেমন জলের সঙ্কট দেখা দেবে না। তবে সম্প্রতি পানিহাটিতে জলসঙ্কট দেখা দিয়েছে। ওদিকে দক্ষিণ কলকাতায় নানান জায়গায় জলের সঙ্কট দেখা দিতে পারে।

ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সর্বত্র পানীয় জল সরবরাহ পর্যাপ্ত রাখার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে সেটা নিয়মিত চালানো সম্ভব না-ও হতে পারে। তাই জলের অপচয় রুখতেই হবে।’ তিনি জানান, রাস্তার ও বাড়ির কলের মুখ বন্ধ রাখতে হবে, বাড়ির জলের পাইপলাইন যেন লিক না থাকে, ট্যাঙ্ক যেন ওভার ফ্লো না হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved