Home Bengal কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রেখা পাত্র! তালিকায় আরো ৫ জন

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রেখা পাত্র! তালিকায় আরো ৫ জন

সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদী মুখ হিসাবে উঠে আসেন রেখা পাত্র।

by Pallabi Sanyal
44 views

মহানগর ডেস্ক : সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। এবার তার নিরাপত্তায় জোর দিল কেন্দ্র। রেখা সহ মোট ৬ জনকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দেবেন রেখা পাত্রকে। এছাড়াও আরও যে ৫ জনকে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁদের মধ্যে রয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু ও বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা।অন্যদিকে আবার জয়নগর ও মথুরাপুরের প্রার্থী অশোক কান্ডারি এবং অশোক পুরকাইতও এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্টের ভিত্তিতেই বিজেপি প্রার্থীদের এই নিরাপত্তা প্রদান বলে খবর।

উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদী মুখ হিসাবে উঠে আসেন রেখা পাত্র। তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন। তাঁর জবাববন্দি দেওয়ার পরই শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়। লোকসভা ভোটে বিজেপি রেখা পাত্রকে প্রার্থী করার পর থেকেই তাঁর কেন্দ্রীয় নিরাপত্তার দাবি উঠছিল। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে গ্রিন সিগনাল মিলেছে। জানা যাচ্ছে, দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন রেখা সহ ৬ বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা ভোটপর্ব জুড়ে তাঁদের সঙ্গে থাকবেন।প্রার্থী ঘোষণার পর থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোরদার প্রচালাচ্ছে। প্রার্থী হওয়ার পরই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন রেখা। সেই শঙ্কাকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে।

প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রক ২৪ জনেরও বেশি বিজেপি নেতার নিরাপত্তার ব্যবস্থা করেছে। বর্তমানে রাজ্যে ১০০ জনেরও বেশি বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পান।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved