Home World শুধুমাত্র ভারতীয় পড়ুয়াদের জন্য নয়া শিক্ষানীতি, নেপথ্যে আমেরিকা সরকার

শুধুমাত্র ভারতীয় পড়ুয়াদের জন্য নয়া শিক্ষানীতি, নেপথ্যে আমেরিকা সরকার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ভারতবর্ষে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিদেশে পড়তে যেতে চাইলেও যেতে পারেনা নির্দিষ্ট কিছু সমস্যার কারণে। কিন্তু এবার চলে আসলো নতুন এক সুবর্ণ সুযোগ। যেটি শুধুমাত্র ভারতীয় পড়ুয়াদের জন্যই আনা হয়েছে (new education policy)। অনেক ভারতীয় পড়ুয়ারাই চান বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করতে। যে ডিগ্রির মূল্য থাকবে সর্বত্র। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন বিভাগসহ নানা বিষয়ের কোর্স- এর ক্ষেত্রে রয়েছে এই সুযোগ। চলুন দেখে নেওয়া যাক নির্দিষ্ট নিয়মাবলী এবং কোর্সগুলি সম্পর্কিত তথ্য।

বিদেশে পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় ছেলেমেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়া শিক্ষানীতি নিয়ে এল আমেরিকার সরকার। ওই নয়া শিক্ষানীতির আওতায় ভারতীয় পড়ুয়ারা সেখানে গিয়ে পেশাগত বিষয়ে এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। শিল্পক্ষেত্রে তার প্রয়োগ এবং ব্যবহার সংক্রান্ত শিক্ষাও থাকবে তার অন্তর্ভুক্ত (Master’s Course in the US)।

আরও পড়ুন: আজও কি তিলোত্তমার মুখভার, কেমন থাকবে আবহাওয়া 

বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত (STEM) বিভাগে স্নাতকোত্তর স্তরের বিশেষ কোর্স:

২০২৪ সালের শরৎ থেকে এই নয়া শিক্ষানীতির বাস্তবায়ন হতে চলেছে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত (STEM) বিভাগের জন্য স্নাতকোত্তর স্তরের বিশেষ কোর্স চালু হচ্ছে। কোর্স শেষ হওয়ার পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আমেরিকায় থাকার সুযোগও পাবেন ভারতীয় পড়ুয়ারা। সেখানে থেকে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করার পাশাপাশি উপার্জন করে শিক্ষা ঋণ মেটানোর সুযোগও মিলবে।

ভারতীয় পড়ুয়াদের জন্য বর্তমানে যে ভিসা নীতি রয়েছে, তার আওতায়ই এই সুযোগ মিলবে। আলাদা করে কোনও প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। ইতিমধ্যেই আমেরিকার ২০টি এবং ভারতের ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে আমেরিকার বিদেশ দফতর।পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যোগ্যতমদের বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।শুধুই শিক্ষালাভ নয়, আমেরিকায় থেকে তা কর্মক্ষেত্রে খাটানো এবং উপার্জনের সুযোগও করে দেওয়া হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved