Home Kolkata আজও কি তিলোত্তমার মুখভার, কেমন থাকবে আবহাওয়া 

আজও কি তিলোত্তমার মুখভার, কেমন থাকবে আবহাওয়া 

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনো জোরে বৃষ্টি নামছে। কলকাতায় বর্ষার খামখেয়ালি দেখতে দেখতে হতাশ বাসিন্দারা। তবে গত কয়েক দিন ধরে কম-বেশি বৃষ্টির দেখা মিলেছে কলকাতায়। কখনও ঝিরিঝিরি, কখনও আবার মাঝারি। হঠাৎ করেই আবার আকাশ কালো করে নামছে জোরে বৃষ্টি। যদিও বৃষ্টি বন্ধ থাকলেও তখনই যেনো বাড়ছে অস্বস্তি। এর পর কেমন থাকবে কলকাতার হাওয়া বাতাস?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। আবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন: আজ কোন রাশির ভাগ্যে কি আছে, জানুন শনিবারের রাশিফল

এদিকে তাপমাত্রার এমন হেরফেরের কারণে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যার উদ্ভব হয়েছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে চিকিত্‍সকরা রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন। জ্বর সর্দি কাশি হলে সেরে উঠতে সময় লেগে যাচ্ছে বহু দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে বারবার সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ২১ তারিখ থেকে মৌসুমী অক্ষরেখার অবস্থান আবারো একটু উত্তরের দিকে সরে যাবে। ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণের থেকে বেশি হবে। দুই এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ,কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, কার ফলে একাধিক নদীর জলস্তর বেড়ে যেতে পারে।

 

You may also like