HomeBreaking Newsফ্রিজের কম্প্রেসরের বিস্ফোরিত হয়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফ্রিজের কম্প্রেসরের বিস্ফোরিত হয়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

- Advertisement -

মহানগর ডেস্ক, পঞ্জাব: পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ বিস্ফোরণ। নিহত তিনশিশু সহ এক পরিবারের পাঁচ সদস্য। জানা গিয়েছে, তাঁদের বাড়ির ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে বাড়ির পাঁচ সদস্যের। ঘটনাটি সোমবার পুলিশ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে পঞ্জাবের জলন্ধরের অবতার নগরী এলাকায়।

পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের পর গোটা বাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহত পাঁচ জনকেই দ্রুত জলন্ধর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁরা কেউই বাঁচেননি। সকলেই অগ্নিকাণ্ডের আঘাতে মারা গিয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন, যশপাল ঘাই (৭০), রুচি ঘাই (৪০), মানশা (১৪), দিয়া (১২) এবং অক্ষয় (১০)। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের চূড়ান্ত কারণ জানা যায়নি। নমুনা সংগ্রহ করতে এবং বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণের জন্য একটি ফরেনসিক বিশেষজ্ঞ দলকে সেখানে পাঠানো হয়েছে।

জলন্ধরের অতিরিক্ত ডেপুটি কমিশনার পুলিশের (এডিসিপি) আদিত্য মো. জানিয়েছেন, “আমরা জলন্ধরের অবতার নগরের একটি বাড়িতে বিস্ফোরণের মতো ঘটনার, খবর পেয়েই সেখানে ছুটে যাই। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। আমরা ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলকে ডেকেছি”। ঘটনার বিস্তারিত আর কোনও তথ্য জানা যায়নি।

 

Most Popular