Home Breaking News রাজ্যের ৪% ডিএ বৃদ্ধি, মমতা ভয় পেয়েছে, বলছে সংগ্রামী যৌথ মঞ্চ

রাজ্যের ৪% ডিএ বৃদ্ধি, মমতা ভয় পেয়েছে, বলছে সংগ্রামী যৌথ মঞ্চ

by Mahanagar Desk
99 views

মহানগর ডেস্ক:   বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরো ৪ শতাংশ দিয়ে ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ বেড়ে হল মোট ১৪ শতাংশ। তবে রাজ্যের এই ঘোষণায় সন্তুষ্ট নয় সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “চাপ পড়লে মুখ্যমন্ত্রী ৪% করে দিয়ে বাড়ান। এর আগে ৪শতাংশ বাড়িয়েছেন। এখন আবার ৪ শতাংশ বাড়ালেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাঁর কাছে টাকা নেই। তাহলে এই টাকা আসছে কোথা থেক? আমাদের দাবি এখনও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ৩২ শতাংশ ডিএ-র ফারাক আছে। আমরা চাই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ সমান করা হোক। এছাড়াও ৬ লক্ষ শূন্যপদে দ্রুত নিয়োগ চাই। এছাড়াও অস্থায়ী পদে কর্মরতদের স্থায়ী করতে হবে। আর সমস্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হবে। তার পরেই আমরা ভাববো আন্দোলন প্রত্যাহার করা হবে কি হবে না।”

 তিনি আরও বলেছেন, “এর আগেও আমরা দেখেছি ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। অথচ কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কটাক্ষ করেছেন। বলেছেন ডিএ দাবি নয়। ডিএ র দাবিতে সরকারী কর্মচারীরা ঘেউ ঘেউ করছে। এদিকে বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির এই ঘোষণাকে সমালোচনা করে সংগ্রামী যৌথ মঞ্চের আর এক নেতা চন্দন চট্টোপাধ্যায় বলেন, “আমাদের ডিএ র দাবি ন্যায্য নয় বলে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন, তাহলে ডিএ বাড়াচ্ছেন কেন? আসলে উনি ভয় পেয়েছেন। আমরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ না পাওয়া পর্যন্ত সন্তুষ্ট নই।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved