Home Crime উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে গুলির বর্ষণে নিহত দলিত কিশোর

উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে গুলির বর্ষণে নিহত দলিত কিশোর

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: একটি ১৬ বছর বয়সী দলিত ছেলে উত্তর প্রদেশের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর সময় বন্দুকের গুলিতে আহত হয়ে মারা গিয়েছেন, বিষয়টি রবিবার এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আসপুর দেবসারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, ঘটনাটির বর্ণনা করেছেন স্টেশন হাউস অফিসার (এসএইচও) সন্তোষ সিং। তাঁর কথায়, ফুলচন্দ্র দুবের মেয়ের হলদি অনুষ্ঠানের সময় উদযাপনের আনন্দে গুলি চালানো হয়, তাঁর বিয়ের কথা শনিবার। দুবের ভাগ্নে পিন্টু বিয়েতে যোগদানের সময় মুম্বাই থেকে আসেন, এবং তাঁর কাছেই রয়েছে লাইসেন্সকৃত পিস্তল। সেখান থেকেই গুলি চালায়। তখনই সেই গুলিতে গুরুতর আহত হয়েছেন অজয় ​​কুমার, যিনি তাঁবু কোম্পানিতে কাজ করেন।

তৎক্ষণাৎ অজয় কুমারকে চিকিৎসার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়া হয় এবং শনিবার তিনি মারা যান। ছেলেটির বাবা সুরেশের অভিযোগের ভিত্তিতে পিন্টুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা (অপরাধী হত্যাকাণ্ডের শাস্তি খুনের পরিমাণ নয়) এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই অপরাধে ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved