Home World জাপানের হোক্কাইডোর সমুদ্র উপকূলে ভেসে এল হাজার হাজার মৃত মাছ! রহস্য জানতে তদন্ত শুরু

জাপানের হোক্কাইডোর সমুদ্র উপকূলে ভেসে এল হাজার হাজার মৃত মাছ! রহস্য জানতে তদন্ত শুরু

by Mahanagar Desk
8 views

 মহানগর ডেস্ক: অভাবনীয়! সাত সকালে সমুদ্রের ধারে ভেসে এসেছে হাজার হাজার মৃত মাছ! সমুদ্রতীরের অর্ধেক মাইল জুড়ে স্যামন মাছ,ম্যাকারেল মাছ- সহ নানাধরণের অসংখ্য মৃত মাছ দেখে চমকে যান প্রশাসনের কর্তাব্যক্তিরা। ঘটনাটি ঘটেছে জাপানের উত্তরে হোক্কাইডোর সমুদ্রতীরে। হাজার হাজার মৃত মাছ দেখে স্থানীয়রা পাগলের মতো তা সংগ্রহ করে বিক্রি করতে শুরু করেন। যদিও প্রশাসন ওই মাছ না খাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি জারি করেছে। তবে মাছের মড়কের আসল কারণ জানা যায়নি।

বিশেষজ্ঞরা মাছের মড়কের সম্ভাব্য কয়েকটি কারণ জানিয়েছেন। তাঁদের ধারণা ফুকুসিমা পরমাণু প্রকল্পের তেজস্ক্রিয় জলের কারণে মাছগুলির মৃত্যু হয়েছে। জাপান টুডে জানিয়েছে হাকোডেট ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষক তাকাসি ফুজিওকা তিনি এর আগে এমন ঘটনা জানলেও এই প্রথম তা নিজের চোখে দেখলেন। তার মতে, বিশাল আকারের মাছের তাড়া খেয়ে বেদম হয়ে পড়ে মাছগুলি। তারপরই সমুদ্রের ঢেউয়ে হাজার হাজার মৃত মাছ সমুদ্রতীরে এসে পড়ে। আরেকটি কারণ হতে পারে হাজার হাজার মাছ ঠান্ডা জলে এসে মারা গিয়েছে। তবে এনিয়ে এখনও বিশদ তথ্য পাওয়া যায়নি।

গবেষক জানান তাঁরা কেউ-ই সঠিকভাবে জানেন না কী পরিস্থিতি মাছগুলি তীরে ভেসে এসে পড়েছে। সুতরাং মাছগুলি খাওয়ার ব্যাপারে তাঁরা কোনওভাবেই সুপারিশ করছেন না। উপকূল পরিষ্কার করার পর প্রশাসনের কর্তাদের এলাকাটি ঘুরে দেখতে দেখা যায়। মৃত মাছগুলি সংগ্রহের চেষ্টা করেন তাঁরা। গত অক্টোবরে দ্বিতীয় দফায় ফুকুসিমা পরমাণু প্রকল্পের ব্যবহৃত জল সমুদ্রে জল ছাড়ে জাপান, যা চিন ও অন্য কয়েকটি দেশকে ক্ষুব্ধ করে। আগস্টের চব্বিশ তারিখে ২০১১ থেকে পরমাণু প্রকল্পের ধরে ১.৩৪ মিলিয়ন টন রাখা জল প্রশান্ত মহাসাগরে ছাড়ে। ওই বছরই ভূকম্প ও তার জেরে সুনামির কারণে ফুকুসিমা পরমাণু প্রকল্পের বিনাশ ঘটে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved