Home Entertainment হৃদরোগে আক্রান্ত হয়ে চির ঘুমের দেশে কিংবদন্তি পরিচালক রাজকুমার কোহলি

হৃদরোগে আক্রান্ত হয়ে চির ঘুমের দেশে কিংবদন্তি পরিচালক রাজকুমার কোহলি

by Mahanagar Desk
Published: Last Updated on 13 views

মহানগর ডেস্ক: বলিউডে ফের শোকের ছায়া। শুক্রবার সকাল ৮ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার কোহলি। যিনি ব্যক্তিগত সম্পর্কে ‘জানি দুশমানি: এক আনোখি কাহানি’ অভিনেতা আরমান কোহলির বাবাও বটে। বাবার হাত ধরেই ২০০২ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন আরমান। কিন্তু বাবার মতো সুখ্যাতি পাননি অভিনেতা। জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ৬০ এর দশক থেকে বলিউডে রাজত্ব ছিল রাজ কুমার কোহলির।

কিন্তু ২০০২ সালে তাঁর নির্মিত ‘জানি দুশমানি’ ছবিটি ব্যর্থ হওয়ার পর চিরকালের মতো ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান রাজ কুমার কোহলি। জানি দুশমন, নাগিন, পাতি পাটনি অর ও, দো পাত্তি-এর মতো একাধিক সিনেমার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার কোহলি। কোহলি ১৯৬৩ সাল থেকে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। যখন তিনি তাঁর প্রথম চলচ্চিত্র সপ্নি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন, যেখানে প্রেম চোপড়া প্রধান ভূমিকায় ছিলেন। নিউজ 18-এর একটি প্রতিবেদন অনুসারে, জানা গেছে যে অভিনেতা আরমান কোহলির বাবা রাজকুমার কোহলি আজ সকাল ৮ টার দিকে ৯৩ বছর বয়সে মারা গেছেন।

পোর্টাল অনুসারে, পরিচালক আজ সকালে স্নান করতে গিয়েছিলেন এবং অনেকক্ষন ভেতরে বন্ধ থাকার পর তাঁর কোনও খবর না পাওয়ায় দরজা ভেঙে বাথরুমে ঢোকেন আরমান। সেখানেই বাবাকে পড়ে থাকতে দেখতে পান আরমান। রাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে মৃত ঘোষণা করা হয়। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved