Home Entertainment চলে গেলেন গুপী গাইন বাঘা বাইনের গায়ক অনুপ ঘোষাল,শোক মুখ্যমন্ত্রীর

চলে গেলেন গুপী গাইন বাঘা বাইনের গায়ক অনুপ ঘোষাল,শোক মুখ্যমন্ত্রীর

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: চলে গেলেন গুপী গাইন বাঘা বাইনের সেই অবিস্মরণীয় সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। এদিন গড়িয়াহাটে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৭৮। সত্যজিত রায়ের বিশ্ববিখ্যাত গুপী গাইন বাঘা বাইন ছবির গান আজও সবার মুখে মুখে ফেরে। গুপী গাইন বাঘা বাইন ও হীরক রাজার দেশের সঙ্গীত পরিচালনা করেন তিনি। অনুপম নিজস্ব গায়কীতে গাওয়া একের পর এক গান বাঙালির মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। শুধু গুপী গাইন বাঘা বাইন ছবিই নয়,হীরক রাজার দেশেও অসাধারণ সব গান গেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামাসঙ্গীত,নজরুল গীতিতেও তাঁর দক্ষতা ছিল অনস্বীকার্য। প্রশংসা পেয়েছেন অজস্র।

তপন সিনহার সাগিনা মাহাতো হিন্দি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিটি গানেই ছিল নিজস্ব গায়কী,যা অনুকরণনীয়। সঙ্গীতের পাশাপাশি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। প্রথমবার হুগলির উত্তরপাড়া থেকে ভোটে দাঁড়িয়ে জিতে যান। পরে অবশ্য আর রাজনীতিতে থাকেননি। মন দিয়েছিলেন গানেই। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তী গায়ক। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সব মিলিয়ে শিল্পীর প্রয়াণে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন সঙ্গীতরসিকরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved