Home Horoscope মঙ্গলে এই ৫ রাশির কপালে কি আছে দেখে নিন

মঙ্গলে এই ৫ রাশির কপালে কি আছে দেখে নিন

by Mahanagar Desk
47 views

মহানগর ডেস্ক:  সপ্তাহের দ্বিতীয় দিন।  জানতে চান কোন রাশির জীবনে নতুন প্রেম আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি হতে চলেছে জানতে চান?কাদের বিদেশ যাওয়ার যোগ রয়েছে জানতে চান? দেখে নিন এই ৫রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা।

কন্যা রাশি: এই রাশির জাতক জাতিকা যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার  সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে । নতুন ব্যবসার পরিকল্পনা করলে সেই সংক্রান্ত ব্যাপারে অবশ্যই নিজের বাবার সাথে বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন আপনার জন্য ফলদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো, সহপাঠীর কাছ থেকে কোনো কাজে সহায়তা পাবেন।
ধনু রাশি: আজ আপনার দিনটি ব্যস্ততায় ভরা থাকবে, কাজেই আপনার বেশিরভাগ সময় ব্যয় হতে চলেছে ।  আপনার পূর্বে কোনো সম্পত্তি নিয়ে যদি মামলা চলছে তো এই সময় সেই মামলা আপনার পক্ষে যেতে চলেছে। যারা সিঙ্গেল তাঁদের জন্য বিশেষ খুশির খবর আপনার জীবনে একাধিক জনের আগমন ঘটবে, তার মধ্যে ভেবে চিন্তে কোন একজন কে বাছুন।আপনি চাইলে আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে, নতুন সম্পর্কে জড়াবেন, না অতীতের কারোর জন্য অপেক্ষা  করবেন কিনা সেটা আপনার ওপর নির্ভর করছে। এই দিন আপনার মনকামনা কিছু পূরণ হতে চলেছে ।  বিবাহ করতে চাইছেন যারা তাঁদের জন্য ভালো সন্মন্ধের খবর আসবে।
মকর রাশি:  ব্যবসার  সঙ্গে  যারা যুক্ত তাদের কোনো কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে সেই সিদ্ধান্ত আপনার পক্ষে ইতিবাচক হয়ে দাঁড়াবে। সিদ্ধান্তের ওপর আপনার আর্থিক উন্নতি নির্ভর করছে, আর আপনি সেই দিক থেকে সফলও হবেন।যার কারণে আপনার আনন্দের সীমা থাকবে না। আপনার পূর্বে কাজ পরে আছে সেই কাজে আপনি হাত দিতে পারেন ।
কুম্ভ রাশি: এই দিনটি আপনার ফেবারে যেতে চলেছে। ব্যাবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোথাও অর্থ লগ্নি করেন তো সেই দিক থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জনের ভালো যোগ আছে । কর্ম ক্ষেত্রে অর্থাৎ চাকুরিজীবী বা ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য আজ দিনটি শুভ । নতুন কোনো কাজ করার পরিকল্পনা বা নতুন কাজে হাত দিতে পারেন।
মীন রাশি: পড়ুয়া বা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। নতুন কোনো বিষয়ে চর্চা করতে আগ্রহী হবে। পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইলে আজ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশ যাওয়ার যোগ রয়েছে আপনার। কাজের ক্ষেত্রে অর্থাৎ সেটা চাকরী হোক কি ব্যবসার দিকে নিজেদের চতুর বুদ্ধিমত্তার কারণে যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনি সক্ষম হবেন ।

You may also like