Home Bengal লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইডির চাপে মুকুল রায় !

লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইডির চাপে মুকুল রায় !

মুকুল রায়ের পরামর্শে অ্যালকেমিস্ট অনেককে টাকা দেয় বলে অভিযোগ।

by Pallabi Sanyal
66 views

মহানগর ডেস্ক : তৃণমূল ছেড়ে বিজেপিতে। তারপর আবার বিজেপি থেকে তৃণমূলে। কোন দলে আছেন নিজেও সুস্পষ্টভাবে উত্তর দিতে পারেন না। দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ বলে দাবি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। এবার লোকসভা নির্বাচনের আগেই ফাঁপড়ে তৃণমূলের চাণক্য? অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মামলায় আগই ই মুকুল রায়কে নোটিশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লিকে তলব করা হয়। যদিও মুকুলের শারীরিক পরিস্থিতির কথা বলে, তাঁর পক্ষে যে দিল্লি যাওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছিল পরিবার। এবার মুকুল রায়কে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা। প্রায় আড়াই – তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে তাঁকে।

প্রসঙ্গত, সোমবার অ্যাককেমিস্ট চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছোন ইডির আধিকারিরা। তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন ইডির দিল্লির আধিকারিকরা। তবে তিনি বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছেন। তাঁর পরিবারের দাবি, বেশির ভাগ কথাই স্মরণে থাকে না তাঁর। উপরন্তু কথা-বার্তায় অসংলগ্নতাও রয়েছে। তাই বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারেনি মুকুল রায়, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। প্রায় ১ হাজার ৯০০ কোটির দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংহকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতেই তলব করা হয় মুকুল রায়কে। তবে মুকুল- পুত্র শুভ্রাংশু রায় জানান, ‘বাবার শরীর খারাপ, হাঁটাচলা করতে পারেন না, কিছু মনেও রাখতে পারেন না, ইডি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে করতে পারে, সহযোগিতা করব’। তারপরই সম্ভবত তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে এসে কথা বলার সিদ্ধান্ত নেয় সংস্থা ।

উল্লখ্য, অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে ইতিমধ্যেই বিগত কয়েক বছরে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। আর তাতে বারবার উঠে এসেছে মুকুল রায়ের নাম। সেই সঙ্গে মুকুল রায়ের পরামর্শে অ্যালকেমিস্ট অনেককে টাকা দেয় বলে অভিযোগ। সেই তদন্তের স্বার্থেই মুকুলের বয়ান গুরুন্তপূর্ণ বলে মনে করছে ইডি। যেহেতু মুকুল রায় অসুস্থ,স্মরণে থাকে না কিছুই, পরিবারের দাবি অনুযায়ী, সেক্ষেত্রে বয়ান কতটা কার্যকরী হবে সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved