Home Bengal শুভেন্দুর পথেই দিব্যেন্দু! বিজেপিতে যোগদান করে কি বিদায় জানাতে চলেছেন তৃণমূলকে? জল্পনা

শুভেন্দুর পথেই দিব্যেন্দু! বিজেপিতে যোগদান করে কি বিদায় জানাতে চলেছেন তৃণমূলকে? জল্পনা

তৃণমূল দিব্যেন্দুকে টিকিট না দিলে বিজেপির টিকিটে লোকসভায় লড়তে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

by Pallabi Sanyal
39 views

মহানগর ডেস্ক : দাদা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যন্দু অধিকারী এখও খাতায় কলমে তৃণমূল সাংসদ। যদিও শাসক শিবিরের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখের নয়। এদিকে ২০২৪এর লোকসভা নির্বাচনের সময় হয়ে এল। শাসক শিবিরের তরফে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর লোকসভা ভোটের টিকট লাভের তেমন সম্ভাবনা নেই বলেই জানান দিচ্ছে পরিস্থিতি। তবে কি এবার ঘটতে চলেছে পালাবদল? এই জল্পনা এখন তুঙ্গে। কারণ নরেন্দ্র মোদীর রাজ্য সফরে এলে তার সঙ্গে দেখা করতে পারেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতলে। যেকারণে দিব্যেন্দুর দলবদল নিয়ে হচ্ছে বিস্তর জলঘোলা।

এদিকে তৃণমূল দিব্যেন্দুকে টিকিট না দিলে বিজেপির টিকিটে লোকসভায় লড়তে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় সাংসদ হিসেবে সোমবার অমৃত ভারত রেল প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভার্চুয়াল’ অনুষ্ঠানে যোগ দেন দিব্যেন্দু অধিকারী। তাঁকে মেচেদা স্টেশনে দেখা যায়। আর বাবা শিশির অধিকারী ছিলেন দিঘা স্টেশনেঅন্যদিকে, শিশির অধিকারীর টিকিট পাওয়ার ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে তৈরি হয়েছে টানটান উত্তেজনা।

যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সহ বিজেপিতে যাওয়া নিয়ে দিব্যেন্দু অধিকারী স্পষ্টতই জানিয়েছেন, ”এটা কোনও রাজনৈতিক সাক্ষাৎ নয়। তবে আমি আমার দাবির কথা বলতে পারি। সতীশবাবুর নামে হল্ট স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি রাখব। অনেক কিছুই হতে পারে।”

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved