Home National পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হলেন চেন্নাইয়ের ২৯ জন বাসিন্দা

পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হলেন চেন্নাইয়ের ২৯ জন বাসিন্দা

by Mahanagar Desk
Published: Last Updated on 20 views

মহানগর ডেস্ক: কী সাংঘাতিক কাণ্ড! একটি পাগলা কুকুরের উৎপাতে বেসামাল চেন্নাইয়ের একাধিক বাসিন্দা। ইতিমধ্যেই ২৯ জনকে কামড়ানোর দায়ে বিপথগামী কুকুরটিকে আটক করে মেরে ফেলা হয়েছে। এবং সেই ২৯ জনকে জলাতঙ্কের পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে। গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, তাঁরা চেন্নাইয়ের রায়পুরম এলাকায় কুকুর কামড়ানো ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁদের দ্রুততম সময়ে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার চেন্নাইয়ের রায়পুরম এলাকায়।

অভিযুক্ত কুকুরটি অন্য পাড়া থেকে এসেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, কুকুরটি একাধিক বাসিন্দাকে আক্রমণ করেছিল। যখন একজন ব্যক্তি ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য হস্তক্ষেপ করেন তখন তাকেও কামড় দিয়ে দেয় কুকুরটি। তবে বিক্ষুব্ধ স্থানীয়রা কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলে।

এই ঘটনার পর, কর্পোরেশনের কর্মকর্তারা এলাকা থেকে আরও ৩১টি বিপথগামী কুকুর কে ধরেছেন এবং তাদের জলাতঙ্কের বিরুদ্ধে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। শহর জুড়ে কুকুরের জন্য বিশেষ বিপথগামী কুকুর অভিযান এবং এআরভি টিকাদানও চলছে।কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, এই মাসে মোট ১২৪২ টি কুকুর ধরা হয়েছে এবং ১০০৭ টি প্রাণীর জন্ম নিয়ন্ত্রণ অস্ত্রোপচার করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved