Home National কোচি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলাকালীন পদদলিত হয়ে মৃত্যু ৪ ছাত্রের, আহত ৬৪

কোচি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলাকালীন পদদলিত হয়ে মৃত্যু ৪ ছাত্রের, আহত ৬৪

by Mahanagar Desk
40 views

মহানগর ডেস্ক: কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পদদলিত হয়ে মৃত্যু ৪ ছাত্রের, আহত ৬০ জনেরও বেশি। সূত্রের খবর, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (CUSAT) চার ছাত্র মারা গিয়েছে এবং কমপক্ষে ৬৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কনসার্টের সময় ক্যাম্পাসের ভেতরেই পদদলিত হয়ে মারা গিয়েছে পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায় কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CUSAT)।

সেখানে আয়োজিত সঙ্গীত কনসার্ট চলাকালীন পদদলিত হয়ে মারা যান চার শিক্ষার্থী। জানা গিয়েছে, সেখানে শিল্পী ছিলেন বলিউডের প্লেব্যাক গায়িকা নিখিতা গান্ধী। তাই লাগাম ছাড়া ভিড় হয়েছিল কনসার্টে। কনসার্টটি টেক ফেস্ট চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত-এয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে, উপাচার্য, ডঃ শঙ্করন সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “টেক ফেস্টের অংশ হিসাবে, একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, সেখানে ভিড় ছিল প্রচুর এবং তখন বৃষ্টি হচ্ছিল। সেই কারণেই ভিড় লাগামছাড়া ভাবে বৃদ্ধি পায়। এই পদক্ষেপ গুলি কিছু সমস্যা তৈরি করেছিল।

সেখানেই কিছু ছাত্র পড়ে যায়। তবে কতজন আহত হয়েছে তা আমি আগামীকালই বলতে পারব। ২ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন, ২ জন শিক্ষার্থীর অবস্থা এখন আশঙ্কাজনক।”জরুরী পরিষেবাগুলি দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং আহতদের চিকিৎসার জন্য কালামাসেরি মেডিকেল কলেজ এবং কিন্ডার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত দের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কনসার্ট চলাকালীন পিছনে দাঁড়িয়ে থাকা ছাত্ররা হঠাৎ বৃষ্টি শুরু হলে মঞ্চের সামনে ছুটে যায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য পেছনে কোনও ছায়া না থাকায় শিক্ষার্থীরা এগিয়ে যায়। এর ফলে সামনে ভিড় বেড়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved