Home National ২৭৬ জন যাত্রীকে নিয়ে দেশে ফিরল ‘ডাঙ্কি’ বিমান! ফিরলেন না ২৭ যাত্রী

২৭৬ জন যাত্রীকে নিয়ে দেশে ফিরল ‘ডাঙ্কি’ বিমান! ফিরলেন না ২৭ যাত্রী

মঙ্গলবার ভোররাত ৪টে নাগাদ এসে পৌঁছয় মুম্বই বিমানবন্দরে।

by Mahanagar Desk
72 views

মহানগর ডেস্ক: মঙ্গলবার সকালে দীর্ঘদিন পর ফ্রান্সে আটকে যাওয়া এয়ারবাস এ৩৪০ ল্যান্ড করল মুম্বই বিমানবন্দরে। এই বিমানটিকে ফ্রান্সে আটকে রাখা হয়েছিল চারদিন ধরে। প্রত্যেকেরই সন্দেহ ছিল এই যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে পাচারের উদ্দেশ্যে। যাদের মধ্যে ভারতীয় ছিলেন অধিকাংশই। কিন্তু, মুম্বই বিমানবন্দরে নামলেন কেবলমাত্র ২৭৬ জন। বাকিরা গেলেন কোথায়?

বোর্ডিং হয় ২৭৬ জন যাত্রীর, এমনটাই জানা গিয়েছে ফ্রান্স প্রশাসন সূত্রে। সূত্রের খবরে জানা গিয়েছে দেশে ফিরতে রাজি হননি বাকি ২৭ জন। তাঁরা আশ্রয় চেয়েছেন ফ্রান্সেই। পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ২ সন্দেহভাজন রয়েছে এর মধ্যেই। এই বিমানটি প্যারিসের নিকটবর্তী ভ্যাট্রি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সেটি ওড়ে স্থানীয় সময় দুপুর ২টো বেজে ৩০ মিনিট নাগাদ। এই বিমান মঙ্গলবার ভোররাত ৪টে নাগাদ এসে পৌঁছয় মুম্বই বিমানবন্দরে।ভারতীয় দূতাবাস ভারতীয়দের নিরাপদে দেশে ফেরার সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছে ফরাসি প্রশাসনকে।

প্রসঙ্গত,দুবাই থেকে নিকারাগুয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিমানটিকে।তবে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে সেটিকে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। গোপন সূত্রে জানা গিয়েছে, পাচারের উদ্দেশ্যে নিকারাগুয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিমানের সমস্ত যাত্রীকে। ফলত ফরাসি প্রশাসন তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এই বিমানটিকে নামিয়ে নেওয়ার।এই ৩০৩ যাত্রীর মধ্যে ১১ জন নাবালক ছিল। কোনও অভিভাবকও ছিল না তাদের সঙ্গে।তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিমানের যাত্রীদের। এটি কোনো পাচার চক্রের ষড়যন্ত্র।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved