Home Crime বড়দিনে বে-নিয়মের অভিযোগ! শহরজুড়ে গ্রেফতার ৩২৫, ৪৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বড়দিনে বে-নিয়মের অভিযোগ! শহরজুড়ে গ্রেফতার ৩২৫, ৪৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

by Sushama
59 views

মহানগর ডেস্ক: বড়দিন মানেই হালকা শীতের আমেজ গায়ে মেখে শহর জুড়ে ঘোরাঘুরি। আলোর রোশনাই, এবং কেক খাওয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বর ধরে হেঁটে বেড়িয়েছেন অনেকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ক্রিসমাসের এই দিনে শহর জুড়ে গ্রেফতার ৩২৫ জন , সাথে প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার থেকে শুরু করে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে, শহরের এলাকাভিত্তিক পুলিশ ডিভিশন গুলি থেকে ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪৫৯ জনের বিরুদ্ধে মামলা রজ্জু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একসঙ্গে ৩ জনের বেশি বাইকে চাপা কার্যত ট্রাফিক আইন বিরুদ্ধ, কিন্তু এইদিন একসাথে তিনজনের বেশি বাইকে চেপে বেরিয়েছিলেন। এরকম ৮৪ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে। কার্যত বিপজ্জনক ভাবে গাড়ি চালানো, এবং মদ্যপান করে দুর্ব্যবহার – সহ ট্রাফিক আইনের তোয়াক্কা না করা। আইন বিরুদ্ধ কাজকর্ম করায় ২৪৪ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। অন্যদিকে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগও উঠেছে ১৩১ জনের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে আরও খবর, ট্রাফিক আইন ভাঙার অপরাধে আলাদা করে কোনো গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি । তবে গ্রেফতারের পাশাপাশি ৪১.১ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। কার্যত প্রতি বছরই বড়দিনে তিলোত্তমার পার্ক স্ট্রিট চত্বরকে ঘিরে হইহুল্লোড় এবং উন্মাদনা থাকে বেশিরভাগ শহর বাসির মধ্যেই। ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ও উঠেছে বহুবার, তবে এবার শহর জুড়ে একাধিক বেনিয়মের অভিযোগে ৪৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

You may also like