Home Kolkata কলকাতায় শাহ-নাড্ডা, আজ যাবেন কালীঘাটে, জেনে নিন তার পরের কর্মসূচী

কলকাতায় শাহ-নাড্ডা, আজ যাবেন কালীঘাটে, জেনে নিন তার পরের কর্মসূচী

২০২৪-এর লোকসভা নির্বাচন বিজেপির ‘পাখির চোখ’

by Shreya Maji
45 views

মহানগর ডেস্ক: নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বাংলার উপর যে বিশেষ নজর রয়েছে বিজেপির তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই আবহেই বড় দিনের রাতে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  ২০২৪-এর যুদ্ধের রণনীতি ঠিক করতেই বিজেপির এই দুই  প্রথম সারির যোদ্ধার কলকাতা সফর বলেই সূত্রের খবর। এখানেই শেষ নয় কলকাতা এসে আজ তাঁরা কালীঘাট যাবেন বলেও জানা গিয়েছে। যদিও শাহ-নাড্ডার এই সফর পূর্বনির্ধারিত ছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার ভোরে কলকাতায় পৌঁছেছেন দুই সিনিয়র বিজেপি নেতা আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সাংগঠনিক প্রস্তুতির মূল্যায়ন করবেন বলেই দলের এক নেতা জানিয়েছেন। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার,  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ। রাতে সোজা তাঁরা নিউ টাউনের বিলাসবহুল হোটেলে যান।  আজ তাঁরা গুরুদ্বার, কালীঘাট মন্দির ঘুরে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।

আজ মঙ্গলবার দিনের বেলা একাধিক সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে নাড্ডা-শাহর। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেছেন, সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়েছে। টিগ্গা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,  “আমাদের কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি রাজ্যে যেতে থাকবেন… অদূর ভবিষ্যতে তাদের সফর আরও বাড়বে।”  তাঁরা রাজ্যের  কর্মকর্তা এবং ফ্রন্টাল সংস্থাগুলির সাথে একটি সিরিজ বৈঠক পরিচালনা করবে এবং লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তির মূল্যায়ন করবেন।  পরে সন্ধ্যায়, বিজেপির দুই সিনিয়র নেতা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতীয় গ্রন্থাগারে একটি  প্রোগ্রামে অংশ নেবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved