Home National জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে অতর্কিতে হামলা জঙ্গিদের

জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে অতর্কিতে হামলা জঙ্গিদের

by Shreya Maji
56 views

মহানগর ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। ফের জঙ্গি হানা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাদের ট্রাকে সন্ত্রাসবাদীরা অতর্কিত হামলা চালায়। এক মাসেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে সেনাবাহিনীর উপর এটি দ্বিতীয় সন্ত্রাসবাদী হামলা।

জানা গিয়েছে এই এলাকায় অতর্কিত হামলা হয়েছে সেখানে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে। গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। সূত্র জানিয়েছে, পুঞ্চের সুরনকোট এলাকার ডেরা কি গালি, যা DKG নামেও পরিচিত, সেখানে সেনাবাহিনীর ট্রাকটিকে অ্যামবুশ করা হয়েছিল। গত মাসে, রাজৌরির কালাকোটে সেনাবাহিনী এবং তার বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে দুই ক্যাপ্টেন সহ সৈন্যরা অ্যাকশনে নিহত হয়েছিল। গত কয়েক বছরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর উপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।

এই বছরের এপ্রিল এবং মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০  জন সেনা নিহত হয়েছিল। এই অঞ্চলটি ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে সন্ত্রাসবাদ মুক্ত ছিল, তারপরে ঘন ঘন সংঘর্ষ ঘটতে শুরু করে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।

You may also like