Home Bengal বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার! ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার! ৪ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

by Mahanagar Desk
28 views

মহানগর ডেস্ক: সুখবর মিললো সরকারি কর্মীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়দিনের আগেই করলেন বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার অ্যালেন পার্কে তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই মঞ্চ থেকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণাকে উল্লেখ করেছেন সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে।তিনি জানিয়েছেন,নতুন হারে ডিএ কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে।

পাশাপাশি,এদিন মমতা ব্যাখ্যা করে বলেন, পে কমিশন আছে রাজ্যের। রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের সঙ্গে কেন্দ্রের তফাৎ আছে।কিন্তু এসব সত্ত্বেও মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্য কর্মীদের কথা ভেবে। মমতা এদিন উল্লেখ করেন যে, রাজ্যের ২ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে এই বৃ্দ্ধির জন্য। এদিন মমতা আরও বলেন, “১ জানুয়ারি,২০২৪ থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন।” তার সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও উল্লেখ করেছেন যে, রাজ্য সরকার এই মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। এটা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় রাজ্যের জন্য। তবে সরকারি কর্মীরা এতটাই পরিশ্রম করেন যে, সে কথা চিন্তা করেই বৃদ্ধি করা হয় ডিএ। এমনকী,রাজ্য বারবার ডিএ সংক্রান্ত মামলাতেও আদালতে দাবি করেছে যে তারা বাধ্য নয় এই ভাতা বাড়াতে।

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সব মিলিয়ে বেড়ে হল ১০ শতাংশ। তবে আন্দোলনকারীরা নিজেদের পক্ষ থেকে সাফ জানিয়েছেন,’তাঁরা আগ্রহী নন মমতার এই ঘোষণায়।’রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের সঙ্গে এখনও ৩৬ শতাংশ ফারাক থেকে যাচ্ছে।তাঁরা অবিলম্বে সেটাই পূরণ করার দাবি জানাচ্ছেন।

You may also like