Home National নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্ণার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্ণার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

by Mahanagar Desk
16 views

মহানগর ডেস্ক: নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে শর্তসাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর ধর্ণার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।ওই ধরনা মঞ্চে একসঙ্গে ৩০০ জনের বেশি পারবেন না থাকতে। সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে আবেদন করে ধর্ণার। কিন্তু,আন্দোলনকারীরা পুলিশি অনুমতি না মেলায় কড়া নাড়েন হাইকোর্টের দরজায়।

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বৃহস্পতিবার অর্থাৎ আজ মামলাটি ওঠে।বিচারপতি এদিন বলেন, ‘রেড রোডে র‌্যালি হচ্ছে। ১৪৪ ধারার মধ্যে আপনারা ধর্নার অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন অনুমতি নয়।’ অপরদিকে মামলাকারীরা বলেন, ‘রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্বেও ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ।’ যদিও এই ক্ষেত্রে রাজ্যের বক্তব্য ছিল,’এই ভাবে ধর্না দিয়ে কাজের কাজ কিছু হয় না।’

এই কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি পালটা জবাব দিয়ে বলেন, ‘কে বলেছে হয় না! স্কুল নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধরনায় বসে রয়েছে বলেই সরকারের প্রতিনিধিরা গিয়ে তাঁদের সঙ্গে দেখা করছেন। আলাপ আলোচনা হয়েছে।’ DA আন্দোলনকারীরা স্বাভাবিকভাবেই এই নির্দেশে অনেকটাই স্বস্তি পেয়েছেন।

প্রসঙ্গত,DA-র দাবিতে AICPI অনুযায়ী দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ লড়ছেন আইনি লড়াই। আইনি লড়াইয়ের পাশাপাশি মিছিল, ডেপুটেশন দেওয়াও চলছিল। শুধু তাই নয়,সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে ওঠে একাধিক সংগঠনকে নিয়ে DA আন্দোলনের জন্য।এই মঞ্চটি আপাতত শহিদ মিনারের পাদদেশে বসেছে ধর্না অবস্থানে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved