Home Kolkata সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে মানতে হবে নবান্নের এই নিয়ম

সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে মানতে হবে নবান্নের এই নিয়ম

by Mahanagar Desk
32 views

মহানগর ডেস্ক: সল্টলেক-বিধাননগর শহরের অন্যতম প্রাণকেন্দ্র । সেখানে একাধিক আইটি সংস্থার অফিস।ভাড়া দেওয়া হয় বহু বাড়ি। এবার নবান্ন বিধাননগর নিয়ে বড় সিদ্ধান্ত নিল। এই এলাকাতে লিজে দেওয়া যে কোনও ‘নন রেসিডেন্সিয়াল’ জমিতেই যে সমস্ত বাড়ি গড়ে উঠেছে সেখানে ভাড়া বসানোর ক্ষেত্রে অনুমতির আবেদন পদ্ধতি নবান্ন অনেকটাই শিথিল করতে চলেছে।

সূত্রের খবরে জানা গিয়েছে, আবেদন করার পরই একটি প্রাথমিক অনুমতি বা শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে এবং এর মেয়াদ হতে চলেছে ৯০ দিন। এই সময়ের মধ্যে অনুমতি নিতে হবে এবং উপযুক্ত কাগজ দেখিয়ে অনুমতি নেওয়া সম্ভব হবে।কোনও বাড়ি ভাড়া দেওয়ার জন্য বিধাননগর এলাকাতে অনুমতি নিতে হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের থেকে।অতীতে অনেক সময় দেখা গিয়েছে, এর জন্য আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করতে হত আবেদনকারীকে। ফলে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হত তাঁদের।প্রশাসনের এই বিষয়টি নজরে আসে। এরপরেই সমস্যার সমাধানে প্রশাসন উদ্যোগী হয়।

রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এই প্রসঙ্গে। সেখানে বলা হয়েছে, যাঁকে বাড়ি ভাড়া দেওয়া হবে তাঁর CIN, চুক্তিপত্র, পরিচয় পত্র এবং ১৫ হাজার টাকা জমা দিতে হবে।প্রভিশনার পারমিশন বা শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে সব নথি ঠিকঠাক থাকলে। তবে তা বৈধ থাকবে কেবলমাত্র তিন মাস বা ৯০ দিন। এরই মধ্যে যাবতীয় ব্যবস্থা নিতে হবে স্থায়ী অনুমতির জন্য।

তবে, একাধিক শর্তের কথা উল্লেখ রয়েছে এই বিষয়ে। এর মধ্যে রয়েছে, কোন কাজে বাড়িটি ভাড়া নেওয়া হচ্ছে তা মালিকের সঙ্গে চুক্তিতে উল্লেখ করতে হবে।অন্য কোনও কাজ করা যাবে না ওই উল্লেখিত কাজের বাইরে। এক্ষেত্রে ভাড়া নেওয়া বাড়িতে যদি তথ্য প্রযুক্তির কাজ করা হয় সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি দফতরের অনুমতি নিতে হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved