মহানগর ডেস্ক: আপাতত সলমানের মতো কুমারের তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁর ভাইরা। কারণ বড় বড় সন্তানের বাবা হয়েও সংসারের মাঝপথে এসে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন আরবাজ, সোহেলরা।
২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন আরবাজ আর ২০২২ সালের প্রথম দিকেই সোহেলের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। আর সলমান তো বিয়ের পিঁড়িতে বসলেনই না! তবে মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মডেল জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। সেই সম্পর্কও ঘুচেছে, এবার মেকআপ শিল্পীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ। আগামী ২৪ ডিসেম্বর মুম্বইয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সান্নিধ্যে বিয়ে করতে চলেছেন আরবাজ।
আরবাজ খান এবং মালাইকা অরোরা বিয়ের ১৯ বছর পর ডিভোর্সের ঘোষণা করেন। এর কয়েক মাস পরে জর্জিয়া আন্দ্রিয়ানিকে ডেট করার কথা প্রকাশ্যে আনেন আরবাজ। আরবাজ ২০১৯ সালে তার সঙ্গে তাঁদের সম্পর্ক নিশ্চিত করেছিলেন। তবে তাঁদের প্রেম ভাঙার জল্পনা জর্জিয়া নিশ্চিত করেছিলেন। শোনা যাচ্ছে, আরবাজ এখন প্রেম করছেন মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে। আগামী ২৪ ডিসেম্বর তাঁরা গাঁটছড়া বাঁধবেন। খান পরিবারের এক সূত্র বলেন, ‘আরবাজ এবং শুরা তাঁদের সম্পর্কের বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আরবাজ এবং শুরা-র দেখা হয় অভিনেতার আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে, যা আগামী বছর মুক্তি পেতে পারে।’