Home National ইডির জারি করা ষষ্ঠ সমন এড়ালেন কেজরিওয়াল, ‘আদালতের বিষয়’ বলছে AAP

ইডির জারি করা ষষ্ঠ সমন এড়ালেন কেজরিওয়াল, ‘আদালতের বিষয়’ বলছে AAP

by Shreya Maji
16 views

মহানগর ডেস্ক:  আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি। গত ১৪ ফেব্রুয়ারি, তদন্ত সংস্থা কেজরিওয়ালের কাছে ষষ্ঠ সমন জারি করে। তাঁকে ১৯ ফেব্রুয়ারিতে হাজির  হওয়ার নির্দেশ দেন। কিন্তু এবারের সমনও এড়িয়ে যাচ্ছেন আপ সুপ্রিমো। তিনি জানিয়েছেন ‘এখন আদালতে রয়েছে বিষয়টি’।

একটি বিবৃতিতে, AAP পুনরায় দাবি করেছে যে কেজরিওয়ালকে পাঠানো সমনগুলি “অবৈধ” ছিল এবং বলেছে যে বিষয়টি “এখন আদালতে”। AAP সুপ্রিমো এখন পর্যন্ত ED-এর সমস্ত সমন এড়িয়ে গিয়েছেন এবং অভিযোগ করেছেন যে, এই সমনগুলি  “অবৈধ” এবং “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত”। কেজরিওয়ালের দল জানিয়েছে,  “ইডি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছে। বারবার সমন পাঠানোর পরিবর্তে, ইডি-কে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।”  এর আগে  ২ ফেব্রুয়ারি, ১৮  জানুয়ারি, ৩ জানুয়ারি, ২২ ডিসেম্বর, ২০২৩ এবং ২ নভেম্বর, ২০২৩-এ পাঁচবার সমন জারি  করা হয়েছিল।

উল্লেখ্য,আবগারি নীতির মামলায় পাঁচটি সমন এড়িয়ে যাওয়ার জন্য তাঁর  বিরুদ্ধে ইডির সাম্প্রতিক অভিযোগ নিয়ে দিল্লির একটি আদালত কেজরিওয়ালকে ১৭  মার্চ শারীরিকভাবে হাজির হওয়ার  নির্দেশ দেয়। এর পরেই কেজরিওয়াল নিজেদের ক্ষমতা প্রমাণে আস্থা ভোটের প্রস্তাব দেয়।  কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাবের আলোচনার কারণে এবং  ১  মার্চ শেষ হতে চলা বাজেট অধিবেশনের কারণে, তিনি শারীরিকভাবে আদালতে উপস্থিত হতে পারেননি। AAP সুপ্রিমো বলেছিলেন যে তিনি ১ মার্চের পরে উপস্থিত হতে পারবেন।  ৭ ফেব্রুয়ারী, কেজরিওয়ালকে আবগারি নীতির মামলায়  তাঁর বিরুদ্ধে জারি করা আগের সমনগুলি মেনে না নেওয়ার জন্য ৩  ফেব্রুয়ারি  তাঁর বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করার পর কেজরিওয়ালকে আদালতে হাজির হতে বলা হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved