Home Bengal বাংলায় প্রধানমন্ত্রী মোদীর সফর নিশ্চিত করলেন সুকান্ত মজুমদার 

বাংলায় প্রধানমন্ত্রী মোদীর সফর নিশ্চিত করলেন সুকান্ত মজুমদার 

by Mahanagar Desk
14 views
মহানগর ডেস্কঃ  ৭ই মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বারাসাতে করবেন সভা। এই খবর নিশ্চিত করলেন সুকান্ত মজুমদার। সন্দেশখালিতে এলাকার মহিলাদের ওপর যে অকথ্য অত্যাচার চলত তার প্রতিবাদ জানানো হবে বারাসাতে সভা করে। মূলত মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতেই  বারাসাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ও রবিবার বিজেপির জাতীয় কর্ম সমতির বৈঠকে উঠে  এসেছিল সন্দেশখালীর প্রসঙ্গ ।   বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা  যায় বাংলার ভোট, বাংলার মানুষের দুঃখের কথা । সেই  সঙ্গেই বিজেপির শীর্ষ নেতৃত্বরা একযোগে  তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সুকান্ত মজুমদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সভা আমরা আপাতত বারাসতে ৭ই মার্চ  করতে চলেছি । অন্য জায়গায় বা সন্দেশ খালি যে করতে গেলে নানা রকম বাধা আসবে, এই সরকার অগণতান্ত্রিক সরকার, সরকারের গালে কোর্ট তো অনেকবার থাপ্পর  মেরেছে, এবার রাজনৈতিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে  বিজেপি জনতা পার্টি থাপ্পড় মারবে, এই থাপ্পড় হবে রাজনৈতিক থাপ্পড়, মহিলাদের কে নিয়ে মূলত এই সভা হবে, অনন্য রাও থাকবে । মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, সন্দেশখালী র মা বোনেদের পাশে তিনি দাঁড়াতে আসছেন, তাঁদের পাশে তিনি আছেন এই বার্তা দিতে যাচ্চেন ।”
 উল্লেখ্য,  সন্দেশখালির ঘটনার জন্য  উত্তম আর শিবু কে গ্রেফতার করা হলেও শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা হয়নি, এই নিয়ে তোলপাড় গোটা সন্দেশখালী। সাধারণ মানুষের দাবি ১০  বছর ধরে তাঁরা  নারী জাতির ওপর এরা নির্যাতন চালিয়ে এসেছে, বিজেপির দাবি, সন্দেশখালির মহিলাদের  আর্তনাদ দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গিয়েছে  ।আর তাই তিনি বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কথা শোনার জন্য বাংলায় আসছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved