Home National আজ PM Modi-র নেতৃত্বে হতে চলেছে ৫ রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

আজ PM Modi-র নেতৃত্বে হতে চলেছে ৫ রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

by Shreya Maji
2 views

নয়াদিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। লোকসভা যুদ্ধের আগে তাই এই রাজ্য নির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে শীর্ষ বিজেপি নেতৃত্ব। লোকসভায় জিততে হলে রাজ্যগুলির ভোটে জেতাটাও জরুরি। ঠিক এই কারণেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি  (CEC) আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বুধবার আজ সন্ধ্যায় বৈঠক করবে বলেই জানা গিয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য  শীর্ষ নেতারা।

একটি সূত্র  জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা রাজ্য  নির্বাচনের প্রস্তুতির মধ্যে মতামত সংগ্রহ এবং প্রার্থী বাছাই সহ দলের কৌশল নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে। লোকসভার আগে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে তাতে বিজেপি জিততে পারে তাহলে ২৪–এর যুদ্ধ জয় অনেকটাই সহজ হয়ে যাবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং , স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ সহ  অন্যান্য নেতারা।

কেন্দ্রীয় নির্বাচন কমিটি  (CEC) সাধারণত ভোটের তারিখ ঘোষণার পরই বৈঠক করে ।  তবে রাজনৈতিক মহল বলছে এত তাড়াতাড়ি সভা করার দলের সিদ্ধান্তটি পাঁচটি রাজ্যের নির্বাচনের গুরুত্বকে তুলে ধরেছে। নভেম্বর-ডিসেম্বরে যে রাজ্যগুলিতে ভোট হতে পারে সেগুলি হল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরাম। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিজেপি শুধুমাত্র মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে। লোকসভার আগে নিজেদের মাটি আরও শক্ত করতে  রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস সরকার এবং তেলেঙ্গানায় বিআরএসকে ক্ষমতাচ্যুত করার জন্য তীব্র প্রচার চালাচ্ছে বিজেপি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved