কলকাতা: রাজ্যজুড়ে ফের ঝড়-জলের পূর্বাভাস! আবারো বঙ্গের একাধিক জায়গায় তুমুল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা যার জন্য দক্ষিণবঙ্গে দেখা দিতে পারে তুমুল বৃষ্টিপাত। আর এই মুহূর্তে মৌসুমীর অক্ষরেখার সক্রিয় হওয়ার প্রধান কারণ হল দক্ষিণ বাংলাদেশে তৈরি হয়েছে প্রবল ঘূর্ণিপাত। যার যেরে আজ বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় দেখা দিতে পারে তুমুল বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তাছাড়াও সপ্তাহের শুরু থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত দেখা দিয়েছিল উত্তরবঙ্গে। সেই মতোই বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রযেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। জানা গিয়েছে, উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তব ১৭ অগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে রবিবার থেকে পুনরায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন: আনাজের মূল্য আকাশছোঁয়া, ক্ষুব্ধ ক্রেতারা
এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে মৌসুমী অক্ষরেখার ফলে বাড়তে পারে ভারী বৃষ্টি। তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতাতে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিরও দেখা মিলেছে। তবে বৃষ্টি পড়লেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আজ কলকাতা মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি বেশী। গতকাল বিকেলে সর্ব্বোচ তাপমাত্রা ছিল ৩২.৮ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি বেশী। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশ।