Home Bengal রাত পেরলেই জয়েন্ট এন্ট্রান্স, ছুটির দিনে মিলবে বাড়তি ট্রেন-মেট্রো পরিষেবা

রাত পেরলেই জয়েন্ট এন্ট্রান্স, ছুটির দিনে মিলবে বাড়তি ট্রেন-মেট্রো পরিষেবা

হাওড়া ডিভিশনে বাড়তি ১২টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

by Pallabi Sanyal
20 views

মহানগর ডেস্ক : ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ছুটির দিনে যান বাহনের সংখ্যা কম থাকে রাস্তায়। তবে, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষার্থীদের স্বার্থে ছুটির দিনে বাড়তি ট্রেন ও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওই দিন হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৬ জোড়া অতিরিক্তি ট্রেন চলবে বলে বলে জানান হয়েছে রেলের পক্ষ থেকে।
রবিবার ট্রেন বাতিল থাকলেও হাওড়া ডিভিশনে বাড়তি ১২টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রবিবার হওয়ায় যে ট্রেনগুলি বাতিল থাকে, সেগুলির মধ্যে ১২টি লোকাল ট্রেন চালানো হবে। অন্যদিকে, মেট্রো পরিষেবা শুরু হবে নির্দিষ্ট সময়ের আগেই।

পূর্ব রেল সূত্রে খবর, ৩৬০৮১ হাওড়া – মশাগ্রাম লোকাল (ছাড়বে – ৫:৪৫ মিনিটে), ৩৭২১৭ হাওড়া – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৭:০৫ মিনিটে), ৩৭০৪১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৭:৩০ মিনিটে), ৩৭০১১ হাওড়া – শ্রীরামপুর লোকাল (ছাড়বে – ৭:৪৫ মিনিটে),৩৭০৬১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৫ টায়), ৩৭৫১১ বালি – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৫:৫২ মিনিটে)ডাউন লাইনে,৩৬০৮২ মশাগ্রাম – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:০৬ মিনিটে),৩৭২৩০ ব্যান্ডেল – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২৮ মিনিটে), ৩৭০৪২ শেওড়াফুলি – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২০ মিনিটে),৩৭০১২ শ্রীরামপুর – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:৪০ মিনিটে), ৩৭০৬২ শেওরফুলি – হাওড়া লোকাল (ছাড়বে – ৬:১৩ মিনিটে), ৩৭৫১২ ব্যান্ডেল – বালি লোকাল (ছাড়বে – ৪:২৫ মিনিটে)।

মেট্রোর প্রথম পরিষেবা মিলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে), দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে), দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে),দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)। শেষ পরিষেবা মিলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ২৭ মিনিটে (অপরিবর্তিত), দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ২৮ মিনিটে (অপরিবর্তিত) দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত),কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত)।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved