Home Bengal মুর্শিদাবাদে এবার বিজেপির “ট্রাম্প কার্ড” গৌরীশঙ্কর ঘোষ, তিনি পারবেন “গেম চেঞ্জার” হতে? 

মুর্শিদাবাদে এবার বিজেপির “ট্রাম্প কার্ড” গৌরীশঙ্কর ঘোষ, তিনি পারবেন “গেম চেঞ্জার” হতে? 

by Mahanagar Desk
45 views
মহানগর ডেস্ক : মুর্শিদাবাদের লোকসভার ভোট যুদ্ধে বিধানসভার প্রমাণিত যোদ্ধাকে ভোট যুদ্ধের ময়দানে এবার নামিয়েছে বুজেপি শিবির। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকেই এবার ট্রাম্প কার্ড করে মুর্শিদাবাদ লোকসভার লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে তৎপর হয়েছে বিজেপি। গেরুয়া শিবির চেষ্টা করছে সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষের হাত ধরেই ভোট বৈতরণী পার করতে। আর তাই এবার স্থানীয় বিধায়কের উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।
গৌরূ শঙ্কর ঘোষকে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার পদ্ম ফুল চিহ্নে লড়ছেন মুর্শিদাবাদ বিধানসভারই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তিনি একদিকে বিধায়ক হলেও পঞ্চাশ পার করে একান্নয় পা দেওয়া গৌরীশঙ্কর একজব ব্যবসায়ী। তাঁর দুধের ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসা রয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন তিনি। ২০২১ সালে তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়কে ২৪৯১ ভোটে পরাজিত করে বিধানসভায় যান। এই জয়ের ব্যবধান তেমন না হলেও শাসক তৃণমূলের হাত থেকে মুর্শিদাবাদ বিধাবসভা ছিনিয়ে নেওয়ার দিক থেকে ভাবলে এই জয় অবশ্যই বিজেপির কাছে তো বটেই, গৈরীশঙ্কর ঘোষেরও বড় কৃতিত্ব। এবার সেই গৌরীশঙ্কর ঘোষই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রায় ৭৮ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এই কেন্দ্রে। প্রশ্ন উঠতেই পারে কেন তাহলে মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করল?
এই প্রসঙ্গে গৌরীশঙ্কর ঘোষ নিজে দাবি করছেন, “গত ২০১৯ -এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম। এবার প্রথম হব।” অন্যদিকে বিজেপির দাবি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হলেও গত কয়েক বছরের পরিস্থিতি বিচার করলে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিরাট অংশ মুখ ঘোরাতে শুরু করছে তৃণমূল ও অন্যান্য দলের দিক থেকে। বলা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ এখন বিজেপির প্রতি আস্থাশীল। গত ২০১৯-এর লোকসভা নির্বাচন থেকেই এই কেন্দ্রে ভোট বৃদ্ধি শুরু হয়েছে বিজেপির পক্ষে। ভোট বৃদ্ধির এই গতিপ্রকৃতির উপর নির্ভর করেই এবারও মুর্শিদাবাদের আসনটি জয় করার অপেক্ষায় রয়েছে রাজ্য বিজেপি।
এই দাবির সমর্থনে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকারের বক্তব্য, “গৌরীশঙ্কর ঘোষ একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক। বর্তমান বিধায়কও তিনি। মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থাকেন। তাই এই প্রার্থীকে নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। উত্তরপ্রদেশে বহু সংখ্যালঘু মুখ বিজেপির প্রতীকে জয়ী হয়েছে, এটা মনে রাখতে হবে। সংখ্যালঘু  মানুষের একটা বড় অংশ আজ বিজেপির উপর ভরসা রাখছে। সংখ্যালঘুরা দেখছে, বিজেপি তাদের বিরুদ্ধে কাজ করবে বলে তৃণমূল ও অন্য বিরোধীরা যে প্রচার চালায় বাস্তবে সেটা সঠিক নয়, সেই কারণে আমাদেরও ভরসা আছে যে সংখ্যালঘুদের ভোট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা পাবো। এই কারণেই এই আসনে জেতাটাও অসম্ভব নয় বলে আমাদের হিসাব বলছে। আমরা কিন্তু মুর্শিদাবাদ মুসলমান অধ্যুষিত কেন্দ্র বলে সস্তায় বাজিমাত করতে এখানে সংখ্যালঘু প্রার্থী দিইনি, যেটা সিপিএম, তৃণমূল করেছে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে ১৯৮০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রে  সিপিএম জিতেছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৪ সালের লোকসভা নির্আাচনেও সিপিএম মুর্শিদাবাদ লোকসভা আসনে জয়ী হয়েছিল। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই আসনে প্রথমবার তৃণমূল সাংসদ আবু তাহের খান জয়ী হন। এবারও তিনিই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
গত ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়া জেলার করিমপুর বিধানসভায় তৃণমূল ভোট পায় ৮৭ হাজার ৫১৩টি। যা ২০১৬-র বিধানসভা নির্বাচনের থেকে প্রায় সাড়ে তিন হাজার কম। অন্যদিকে, এই একই সময়ে বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছিল ৭৩ হাজার ১৭৩টি। যা বিধানসভায় প্রাপ্ত ভোটের থেকে প্রায় পঞ্চাশ হাজার বেশি। সিপিএম কংগ্রেসের মিলিত ভোট ছিল ৩৯ হাজার ৭০৬টি। বিজেপির গত লোকসভা নির্বাচনে এখানে প্রায় আড়াই লাখ ভোট পেয়েছিল। যার মধ্যে করিমপুর বিধানসভাতেই ভোট ছিল প্রায় ৭৪ হাজার। মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত এই করিমপুর বিধানসভা কেন্দ্রটি এবার বিজেপির কাছে “গেম চেঞ্জার” বলে মনে করছেন গেরুয়া শিবিরের অভিজ্ঞ নেতৃত্ব। তবে মাঝখানে জেলা কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গৌরূশঙ্কর ঘোষ। তবে সেই পুরনো নেতাকেই এবার ফের মুর্শিদাবাদ লোকসভা আসনে ট্রাম্প কার্ড করে তুলে ধরল বিজেপি।
এছাড়াও এবার বিজেপি এই রাজ্যে সংখ্যালঘুদের কাছ থেকে বড় ডিভিডেন্ড পাওয়ার আশায় আছে। সংখ্যালঘু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নরেন্দ্র মোদীর তিন তালাক নিষিদ্ধ ঘোষণা বিজেপিকে সংখ্যলঘুদের বন্ধু করে তুলেছে বলে বিজেপির অভিমত। তাছাড়া বিজেপি প্রচারে এবং বাস্তবে এটা প্রমাণ করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন আসলে নির্বাচনের আগে সংখ্যালঘু তোষণ ছাড়া কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চান, হিন্দু -সুসলমান বিবাদ জিইয়ে রেখে ভোটের ময়দানে রাযের ২৮ থেকে ৩৯ শতাংশ সংখ্যালঘু ভোট নিজের ঝুলিতে ভরে নিতে, সেটা এবার সংখ্যালঘুরা বুঝতে পেরেছে এবং অবধারিতভাবে তাই তারা তৃণমূলের দিক থেকে অনেকাংশে মুখ ফেরাবে। এই ভরসায় এবার মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষকে প্রার্থী করে ভোটযুদ্ধ জয় করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved