Home Bengal চন্দননগরে প্রচারে গিয়েও ‘জলভরা’ মিস রচনার!

চন্দননগরে প্রচারে গিয়েও ‘জলভরা’ মিস রচনার!

চন্দননগরে প্রচারেও গিয়েও মুখ মিষ্টি হল না রচনার।

by Pallabi Sanyal
54 views

মহানগর ডেস্ক : তাপপ্রবাহকে উপেক্ষা করেই নির্বাচনী মরশুমে জোরকদমে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। একদিকে যেমন প্রার্থী তালিকায় রয়েছেন অভিজ্ঞরা, তেমন অন্যদিকে রয়েছেন নবাগতরাও। হুগলিতে এবার গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতয় নবাগতা রচনা ব্যানার্জি। কখনো তাকে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে পাত পেরে খেতে দেখা যাচ্ছে তো কখনো আবার দই-ঘুগনিতে চলছে রসনাতৃপ্তি। তবে, এবার চন্দননগরে প্রচারেও গিয়েও মুখ মিষ্টি হল না রচনার। যে চন্দননগরে জলভরা সন্দেশ বিখ্যাত, সেই জলভরাই মিস করেছেন রচনা।

শুক্রবার সকালে কড়া রোদ মাথায় হুড খোলা গাড়িতে প্রচার সারেন রিয়েলিটি শো-এর জনপ্রিয় সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা।প্রচার চলাকালীন কেউ কখনও রচনাকে ঠাণ্ডা জল, কখনও বা পানীয় এগিয়ে দিচ্ছেন। কেউ ভালোবেসে দিচ্ছেন বাড়ির তৈরির খাবার। তবে তাঁদেরই রচনা বিনয়ের সঙ্গে বলছেন, অনেক খাওয়া হয়ে গিয়েছে, পরে একদিন। রচনা বলেন, ‘চন্দননগরের জলভরা সন্দেশ আমার খাওয়া হয়নি, পরে খাব।’

প্রসঙ্গত, শুক্রবার প্রচণ্ড গরম আর চড়া রোদের মধ্যেই শুক্রবার চন্দননগর বিধানসভা এলাকায় প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। স্টেশনরোড কালীবাড়িতে পুজো দিয়ে চন্দননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ড থেকে ১০ নম্বর ওয়ার্ড পর্যন্ত তিনি প্রচার করেন। ঢাক বাজিয়ে লক্ষ্মীভাণ্ডার হাতে নিয়ে চলে শোভাযাত্রা। শিল্পের শহর চন্দননগরে কী বার্তা দিতে চান? এপ্রশ্নে রচনা বলেন, এখনও বার্তা দেওয়ার সময় আসেনি, এখন শুধুই প্রচারের সময়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved