Home National হিমাচলে হারার ভয়, গুজরাট থেকে রাজ্যসভায় নাড্ডাকে প্রার্থী করল বিজেপি

হিমাচলে হারার ভয়, গুজরাট থেকে রাজ্যসভায় নাড্ডাকে প্রার্থী করল বিজেপি

by Shreya Maji
34 views

মহানগর ডেস্ক:  লোকসভা  নির্বাচনের আগেই ঘোষণা করা হয়েছে রাজ্যসভা নির্বাচনের দিন। ইতিমধ্যেই ফাঁকা আসন যেগুলিতে নির্বাচন হবে বিজেপি সহ  অনান্য দলগুলি।বুধবার বিজেপি তাঁদের জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।

 জানিয়ে রাখা ভাল, নাড্ডা ২০১২ সাল থেকে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। কিন্তু সেই রাজ্য এখন কংগ্রেসের দখলে। বিজেপির খুঁটিও শক্ত নয়। তাই কোনও রকম  ঝুকি না নিয়েই নাড্ডাকে গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। একি সঙ্গে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা  মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভানকে  তাঁর নিজ রাজ্য থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।   কংগ্রেস ছাড়ার একদিন পর মঙ্গলবার বিজেপিতে যোগ দেন অশোক।  রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীদের সর্বশেষ তালিকায় চারজন মনোনীত প্রার্থী রয়েছে — একজন গুজরাটের জন্য এবং তিনজন মহারাষ্ট্রের জন্য।

তবে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিদায়ী রাজ্যসভার সদস্য মনসুখ মান্ডাভিয়া এবং পরশোত্তম রুপালা, উভয়ই গুজরাট থেকে এবং মহারাষ্ট্রের নারায়ণ রানে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন সম্ভাবনার  কথা বলা হলেও তাঁদের তাদের মনোনয়ন দেওয়া হয়নি।  সেই জায়গায় মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, মায়া নরোলিয়া, বংশীলাল গুর্জর এবং উমেশনাথ মহারাইকে।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved