Home National ফের বড় ধাক্কা কংগ্রেসে, দল ছাড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি

ফের বড় ধাক্কা কংগ্রেসে, দল ছাড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি

by Shreya Maji
51 views

মহানগর ডেস্ক: লোকসভার আগেই একের পর এক ধক্কা খাচ্ছে কংগ্রেস। দুদিন আগেই কংগ্রেস ছেড়েছেন  মহারাষ্ট্রের প্রাক্তন  মুখ্যমন্ত্রী অশোক চ্যাভন। তারপরেই বিজেপিতে যোগ দেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ কংগ্রেস থেকে পদত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী  । দল ছাড়ার পরেই যোগ দিয়েছেন বিজেপিতে।

X-এ একটি পোস্টে, বিভাকর শাস্ত্রী বলেছেন, “মাননীয় কংগ্রেস সভাপতি শ্রী খড়গে জি! শ্রদ্ধেয় স্যার, আমি এতদ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি, শুভেচ্ছা, বিভাকর শাস্ত্রী।” মিস্টার শাস্ত্রী, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি এবং হরি কৃষ্ণ শাস্ত্রীর ছেলে, অতীতে লোকসভা নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা  করলেও তিনি জিততে পারেননি। তবে দল ছাড়ার পরেই তিনি ঘোষণা করেছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন কারণ তিনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তিনি আরও ভালভাবে দেশের সেবা করতে সক্ষম হবেন। শাস্ত্রী বলেছেন, “…আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমি লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিষাণ’-এর দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে দেশের সেবা করতে পারব।”

 উল্লেখ্য, কংগ্রেস গত কয়েক বছরে অশোক চ্যাভান, মিলিন্দ দেওরা, বাবা সিদ্দিকী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হিমন্ত বিশ্ব শর্মা, জিতিন প্রসাদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুস্মিতা দেব, আরপিএন সিং, জয়বীর শেরগিল প্রমুখের মতো  একাধিক শীর্ষ স্থানীয় নেতাকে হারিয়েছেন। এই ব্যক্তিরা বিজেপি সহ অনান্য রাজনৈতিক দলে যোগদান করেছেন। রাজনৈতিক মহল বলছে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস যতই  নিজেদের গোছাতে চাইছে ততই একের পর  নেতা দল ছেড়ে ধাক্কা দিচ্ছেন।

You may also like