Home National ভোটকেন্দ্রের বাইরে IED বিস্ফরণে আহত CRPF জওয়ান, নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

ভোটকেন্দ্রের বাইরে IED বিস্ফরণে আহত CRPF জওয়ান, নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

by Shreya Maji
323 views

মহানগর ডেস্ক:  দেশজুড়ে প্রথম দফার লোকসভা নির্বাচন আজ থেকে শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনেই বেশকিছু জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। মণিপুরে বুথের বাইরে গুলি চলার খবর মিলেছে। এবার আরও মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে।  ভোটের প্রথম পর্বের  ভোট গ্রহনের মধ্যে আইইডি (IED) বিস্ফোরণে  সিআরপিএফের একজন সহকারী কমান্ড্যান্ট আহত হয়েছেন।

ছত্তিশগড়ে ঘটেছে এই ঘটনাটি। বিজাপুর পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় তিনি ভৈরামগড়ের চিহকা গ্রামের কাছে নির্বাচনী দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, আহত সহকারী কমান্ড্যান্ট বর্তমানে ভৈরামগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  বস্তার নির্বাচনী এলাকায় ভোটের সময় ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশালদের দ্বারা আইইডি বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের একজন আধিকারিক আহত হয়েছেন। এছাড়াও, আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের (UBGL) একটি শেল দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হলে বস্তার নির্বাচনী এলাকার গালগাম গ্রামের কাছে একটি ভোট কেন্দ্রে ভোটের দায়িত্বে নিয়োজিত সিআরপিএফ জওয়ান আহত হন। সব মিলিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিভাবে  IED ওখানে গেল তাই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

 তবে শুধু ছত্তিশগড় নয় বাংলা ও মনিপুর থেকেও অশান্তির খবর মিলেছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে। কোচবিহারে সকাল  উত্তাপ ছড়িয়েছে । তাজা বোমা উদ্ধার হয়েছে জেলার নানা প্রান্ত থেকে। পুলিশের বিরুদ্ধে উঠেছে মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে  পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved