Home Bengal “বাংলা নতুন বিহার, নতুন কাশ্মীরে পরিণত হয়েছে” প্রথম ধাপের ভোটে বঙ্গে সহিংসতা নিয়ে কড়া মন্তব্য বিজেপি নেত্রীর

“বাংলা নতুন বিহার, নতুন কাশ্মীরে পরিণত হয়েছে” প্রথম ধাপের ভোটে বঙ্গে সহিংসতা নিয়ে কড়া মন্তব্য বিজেপি নেত্রীর

by Shreya Maji
20 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রথম দিনেই পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গের তিন জেলায় ছিল প্রথম দফায় নির্বাচন। ভোটকে কেন্দ্র করেই বাধে বিপত্তি। এই ঘটনা নিয়েই এবার সরব হলেন  বিজেপি  নেত্রী অগ্নিমিত্র পাল।  “বাংলা বিহারে পরিণত হয়েছে” এবং অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস “হুমকি বা হত্যা” করে বিরোধীদের চুপ করার চেষ্টা করছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায়   প্রথম দফায় ভোট হচ্ছে  । কোচবিহারে  বিক্ষিপ্ত  সহিংসতার ঘটনার খবর পাওয়া  গিয়েছে। যেখানে বিজেপি ও তৃণমূলের কর্মীদের  মধ্যে সংঘর্ষ হয় । উভয় পক্ষই সহিংসতা এবং ভোটারদের ভয় দেখানোর বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে। একজন সিনিয়র পোলিং অফিসার অবশ্য বলেছেন যে তারা কিছু অভিযোগ পেয়েছেন, তবে তারা সহিংসতার কোনও রিপোর্ট পাননি।  তবে একটি ভিডিও দেওয়া বিবৃতিতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পল বলেছেন, “কয়েক বছর আগে আমরা বিহারে এমন জিনিস দেখতাম, কিন্তু বাংলা নতুন বিহার, নতুন কাশ্মীরে পরিণত হয়েছে। বুথ সভাপতিকে অপহরণ করা হচ্ছে। বুথ কারচুপি  করা হচ্ছে। বিরোধীরা চুপ করতে হবে…হয় হুমকি দিয়ে বা খুন করে…এটাই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি।”  জানিয়ে রাখা ভাল,  অগ্নিমিত্রা মেদিনীপুরে বিজেপির প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিকাল ৩টায়, ভোট শুরু হওয়ার আট ঘণ্টা পর, আসনটিতে ভোট পড়েছে ৬৬.৩। বাংলার তিনটি আসনই আজ সংরক্ষিত – কোচবিহার এবং জলপাইগুড়ি তফসিলি জাতি এবং আলিপুরদুয়ার তপশিলি উপজাতিদের জন্য। হাই-প্রোফাইল প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  অন্যদিকে এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ সংবাদ মাধ্যমকে বলেছেন  , “বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর সাথে, নির্বাচন কারচুপির জন্য সন্ত্রাসের রাজত্ব জারি করেছে। আমাদের কর্মীদের হয়রানি ও মারধর করা হচ্ছে।”বিজেপি অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তাদের অনেক এলাকায় টার্গেট করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved