Home National কেন সকলে কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন, নেপথ্যের কারণ জানালেন PM Modi

কেন সকলে কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন, নেপথ্যের কারণ জানালেন PM Modi

by Shreya Maji
35 views

মহানগর ডেস্ক: বিগত কয়েকদিনে কংগ্রেসে ছেড়েছেন একাধিক শীর্ষ নেতারা। লোকসভা লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে হারাতে মরিয়া সনিয়া বাহিনী তখনই কজন একজন করে কংগ্রেস ছাড়ছেন। সেই সঙ্গেই যোগ দিচ্ছেন বিজেপি সহ অন্যান্য দলে।  কিন্তু কেন এই গ্র্যান্ড ওল্ড পার্টি ছাড়ার প্রবণতা সেই কারণ এবার জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi )।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সবাই কংগ্রেস ছেড়ে দিচ্ছেন কারণ তাঁরা নেপোটিজম ও পরিবারতান্ত্রিক রাজনীতির ভয়ঙ্কর চক্রব্যূহের মাঝে আটকে পড়েছিলেন।” বরাবরের মতই পরিবারতন্ত্র নিয়ে এবারেও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন নমো। ভার্চুয়াল মাধ্যমে রাজস্থানের জয়পুরে “বিকশিত ভারত, বিকশিত রাজস্থান” অনুষ্ঠানে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার সময় শুক্রবার মোদী বলেছেন,”কংগ্রেসের একমাত্র লক্ষ্যই হল মোদীর বিরোধিতা করা। “ওদের (কংগ্রেস) মোদীর প্রতি এত ঘৃণা যে তা সমাজে বিভাজন তৈরি করে। এটাই হয় যখন কেউ নেপোটিজম ও পরিবারতান্ত্রিক রাজনীতির চক্রব্যূহে আটকে পড়ে। আজ সবাই কংগ্রেস ছেড়ে দিচ্ছেন। একমাত্র একটি পরিবারই কংগ্রেসে রয়েছে।”

এখনেই  শেষ নয় মোদী আরও বলেছেন, কংগ্রেসের একটি বড় সমস্যা হল ইতিবাচক নীতি প্রণয়নের দূরদর্শিতার অভাব । কংগ্রেস ভবিষ্যৎ ভাবতে পারে না বা এর জন্য কোনও রোড ম্যাপও নেই।” ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী বলেন, “সরকার চারটি বিভাগকে শক্তিশালী করছে – যুব, মহিলা, কৃষক এবং দরিদ্র। আমাদের জন্য, এই চারটি বৃহত্তম জাতি।” ‘বিকশিত ভারত’-এর প্রচারে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন ““এটা শুধু একটা শব্দ নয়, বরং আবেগ। এই প্রকল্প প্রতিটি পরিবারের সকলের জীবনকে সমৃদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। গরিবি দূর করবে এই প্রকল্প, যুব প্রজন্মের জন্য কর্মসংস্থান এবং দেশে আধুনিক পরিষেবা চালু করার লক্ষ্যে এই প্রকল্প কাজ করছে।””

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved