Home National ইন্ডিয়া জোট হিন্দুত্বকে ঘৃনা করে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

ইন্ডিয়া জোট হিন্দুত্বকে ঘৃনা করে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

by Shreya Maji
0 views

মহানগর ডেস্ক: ডিএমকে প্রধান এম কে স্টালিনের মন্ত্রী পুত্রের সনাতন ধর্ম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, ইন্ডিয়া জোট “হিন্দু ধর্মকে ঘৃণা করে” এবং “আমাদের ঐতিহ্যের উপর আক্রমণ” করে। রাজস্থানের দুঙ্গারপুরে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বিরোধী INDIA জোট সহ এম কে স্ট্যালিনের পুত্রকে তোপ দেগে এহেন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, উদয়নিধি স্ট্যালিনের করা মন্তব্য, INDIA জোটের “ভোট ব্যাংকের রাজনীতি” এবং “তুষ্টকরণ” কৌশলের অংশ ছাড়া আর কিছুই নয়।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধির মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য করেছে। চেন্নাইয়ে একটি লেখক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উদয়নিধি স্টালিন বলেন, “সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে এবং অবশ্যই তা নির্মূল করা উচিত”। তিনি সনাতন ধর্ম এবং ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগগুলির সঙ্গে তুলনা করে বসেন।

উদয়নিধির মন্তব্য প্রকাশ্যে আসতেই আসরে নামে বিজেপি। বিজেপি নেতাদের মতে, গণহত্যার আহ্বান জানাচ্ছেন তিনি। তাঁদের প্রশ্ন, ইন্ডিয়া জোটের সকল সদস্য ডিএমকে নেতার মন্তব্যের সাথে একমত কিনা। চারিদিকে চলতে থাকা সমালোচনার জবাবে, উদয়নিধি স্ট্যালিন বলেছেন, সনাতন ধর্ম “একটি নীতি যা মানুষকে জাতি এবং ধর্মের নামে বিভক্ত করে”।

তিনি আরো বলেন, “আমি কখনই সনাতন ধর্মের অনুসারী মানুষদের গণহত্যার ডাক দিইনি। সনাতন ধর্মকে উচ্ছেদ করা মানবতা এবং মানবিক সমতাকে সমুন্নত করছে। আমি যে কথা বলেছি, তার প্রতি আমি দৃঢ়ভাবে একমত। আমি নিপীড়িত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা ভুক্তভোগী।” শাহের মতে, “গত দুই দিন ধরে, তারা (INDIA) এই দেশের ঐতিহ্য এবং সনাতন ধর্মকে অপমান করছেন। কংগ্রেস এবং ডিএমকে-র শীর্ষ নেতাদের ছেলেরা সনাতন ধর্মকে শেষ করার কথা বলছেন। সবটাই ভোটব্যাংক ও তুষ্টির রাজনীতির জন্য”।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved