HomeNationalপুজোর আগেই বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন! রইলো তালিকা

পুজোর আগেই বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন! রইলো তালিকা

- Advertisement -

 

 

পুজো মানেই হলো ভ্রমণ পিপাসুদের কাছে হাতে চাঁদ পাওয়া। কারণ পূজোর বেশ কয়েকদিন লম্বা ছুটিতে কোথাও একটু ঘুরতে না গেলে হয় নাকি? বেড়াতে যাওয়া কথা উঠলে সব সময় উত্তর ভারত আগে আসে মাথায়। বারাণসী, হরিদ্বার যেতেও ইচ্ছে হয় অনেকের। তবে পুজোর আগেই ভ্রমণ পিপাসুদের জন্য খারাপ খবর। লখনউ শাখার বারাণসী লাইনে একাধিক ট্রেন বাতিল থাকার পাশাপাশি, অনেক ট্রেনের রুট পরিবর্তন করাও হবে।

নর্দান রেলওয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে , চলতি মাসের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত ট্রেন বাতিলের সমস্যা ভোগ করতে হবে যাত্রীদের। হরিদ্বার-বারাণসী বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন, তারা দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।

নর্দান রেলওয়ে জানিয়েছে, লখনউ শাখার বারাণসী লাইনে রেললাইনে কাজ শুরু হবে এই মাসের শেষ থেকেই। রেললাইনের সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি, দ্রুতগতিসম্পন্ন ট্রেন চলাচলের সমস্যা সমাধান সব বিভিন্ন কারণে রেললাইন উন্নীত করার কাজ হবে। রেললাইনের প্রি-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং এর কাজও হবে। বারাণসী স্টেশনের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম-সহ সামগ্রিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। তাই বারাণসী শাখায় ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হবে চলতি মাসের শেষদিন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত।

দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকছে,—-

১) 13553- আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস (31.08.2023 থেকে 15.10.2023) ২)13554- বারাণসী-আসানসোল মেমু এক্সপ্রেস (01.09.2023 থেকে 16.10.2023) ৩)22323- কলকাতা-গাজিপুর সিটি শাব্দভেদি এক্সপ্রেস (31/08, 7/09, 14/09, 21/09, 28/09, 5/10, 12/10/2023) ৪)22324- গাজিপুর সিটি-কলকাতা শাব্দভেদি এক্সপ্রেস (1/09, 8/09, 15/09, 22/09, 29/09, 6/10, 13/10/2023) ৫)13429- মালদা টাউন- আনন্দবিহার উইকলি এক্সপ্রেস (15/09, 22/09, 29/09, 6/10 & 13/10/2023) ৬)13430- আনন্দবিহার-মালদা্ টাউন উইকলি এক্সপ্রেস (16/09, 23/09, 30/09, 7/10, 14/10/2023) ৭)14003 – মালদা টাউন – নয়া দিল্লি এক্সপ্রেস (12/09, 16/09, 19/09, 23/09, 26/09, 30/09, 3/10, 7/10, 10/10, 14/10/2023) ৮)14004 – নয়া দিল্লি- মালদা টাউন এক্সপ্রেস (10/09, 14/09, 17/09, 21/09, 24/09, 28/09, 1/10, 5/10, 8/10, 12/10/2023) ৯)12357- কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস (3/10, 7/10, 10/10, 14/10/2023) ১০) 12358- অমৃতসর- কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস (5/10, 9/10, 12/10, 16/10/23) ১১)12371- হাওড়া-বিকানের সুপারফার্স্ট উইকবি এক্সপ্রেস (2/10, 09/10/23) ১২)12372- বিকানের-হাওড়া সুপারফার্স্ট উইকলি এক্সপ্রেস (5/10, 12/10/23) ১৩) 12353- হাওড়া- লালকুয়াঁ এক্সপ্রেস (6/10, 13/10/2023) ১৪) 12354- লালকুয়াঁ-হাওড়া এক্সপ্রেস (7/10, 14/10/2023)।

 

Most Popular