Home National “চিন্তার বিষয়”, ৪ রাজ্যের নির্বাচনে ‘একতরফা’ ফলে উদ্বেগ প্রকাশ মায়াবতীর

“চিন্তার বিষয়”, ৪ রাজ্যের নির্বাচনে ‘একতরফা’ ফলে উদ্বেগ প্রকাশ মায়াবতীর

by Shreya Maji
21 views

মহানগর ডেস্ক : চারিদিকে গেরুয়া ঝড়। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ৪ রাজ্যের ফলপ্রকাশ হয়েছে। তাতেই ৩ রাজ্যে বিজেপির দখলে। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের পদে পদে গোল দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। এই একতরফা জয় নিয়েই এবার চিন্তা প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী। সাম্প্রতিক ফলাফল নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ।

চারটি বিধানসভা নির্বাচনের মধ্যে তিনটিতে বিজেপি জয়ী হওয়ার একদিন পর  বিএসপি প্রধান মায়াবতী  বলেছেন, ৪টি রাজ্যে “একতরফা ফলাফল” জনগণকে “শঙ্কিত, বিস্মিত এবং উদ্বিগ্ন” করে তুলেছে । তিনি এই বিষয়ে আলোচনা করার জন্য  তাঁর দলের সদস্যদের নিয়ে একটি বৈঠকও ডেকেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর লখনউতে বৈঠক হবে। এক্স- একাধিক পোস্টে মায়াবতী আরও বলেছেন যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার নির্বাচনী প্রচারের সময় এমন অনুভূতি ছিল যে এই রাজ্যগুলি ঘনিষ্ঠ লড়াই দেখতে পাবে। কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন  হয়েছে।

মায়াবতী এক্স হ্যন্ডেলে লিখেছেন, “চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন একতরফা হয়েছে, তখন সমস্ত মানুষের সন্দেহ, বিস্মিত ও উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। নির্বাচনের পুরো পরিবেশ বিবেচনা করে এমন অদ্ভুত ফলাফল উদ্বেগের বিষয়। এই ফল মানুষের গ্রহণ করা খুব কঠিন।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে । রাজস্থান এবং ছত্তিশগড় থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। কেবল তেলঙ্গানা দখল করতে সক্ষম হয়েছে কংগ্রেস। পর পর নির্বাচনে কেন্দ্রের প্রধান বিরোধী দলের এই হার সত্যিই উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved