Home Bengal RBI থেকে উধাও ৮০০ কোটি, তদন্তে সিবিআই

RBI থেকে উধাও ৮০০ কোটি, তদন্তে সিবিআই

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: পরপর চলছে একাধিক দুর্নীতি মামলা।এবার কলকাতায় তল্লাশি সিবিআইয়ের।তদন্ত হচ্ছে ব্যাঙ্ক প্রতারণার মামলায়। সিবিআই আধিকারিকরা সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন। ব্যাঙ্ককর্মীদের বাড়ি বাড়ি চলছে তল্লাশি।জানা গিয়েছে, সিবিআইয়ের এই তল্লাশি চালানো হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাঙ্ক(RBI) থেকে উধাও হওয়া টাকা লেনদেন হয়েছে, সেটি বোঝার জন্য।

একটি আরটিআইয়ের মাধ্যমে গত জুন মাসে জানা গিয়েছিল, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কয়েক হাজার কোটি ৫০০ টাকা নোট আচমকা উধাও হয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে। কোথায় সেসব নোট, তা জানতে তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর।এবার সেই নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় তদন্তে নেমে তল্লাশি শুরু করল সিবিআই।

সূত্রের খবরে জানা গিয়েছে, একাধিক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে সেসব টাকা। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সোমবার সকালে সিবিআইয়ের একাধিক দল বের হয় মোট ২০ টি গাড়ি নিয়ে। জানা গিয়েছে,নিউটাউনের দুটি আবাসন সহ অভিযান চলেছে দত্তাবাদের বাড়িতেও।এই প্রসঙ্গে সুপ্রিয় মল্লিকের বাবা বলেন, ”ওঁরা এসে ছেলের খোঁজ করেছিলেন। ছেলের সঙ্গে যা কথা বলার, বলছেন। ছেলে ব্যাঙ্কে চাকরি করে। ওঁরা ওই সংক্রান্ত সব কাগজপত্র দেখছেন। আমি কিছু জানি না।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved