Home National পাল্টে গেল দিওয়ালির দিন, জানুয়ারিতেই আলোর উৎসবে মাতবে গোটা দেশ, বড় ঘোষণা মোদীর

পাল্টে গেল দিওয়ালির দিন, জানুয়ারিতেই আলোর উৎসবে মাতবে গোটা দেশ, বড় ঘোষণা মোদীর

২২ জানুয়ারী দেশবাসীদের ফের দিওয়ালি উদযাপনের অনুরোধ প্রধানমন্ত্রী মোদীর

by Mahanagar Desk
34 views

মহানগর ডেস্ক: দেশবাসিকে ২২ জানুয়ারী দিওয়ালি উদযাপন করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার একটাই কারণ, ভারতের যে হিন্দুরাষ্ট্র হতে খুব বেশি দেরি নেই, তা পরতে পরতে প্রমাণ করছেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিজের শাসনভার আবারও ফিরিয়ে দেওয়ার জন্যে কোনও কসর ছাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হচ্ছে অযোধ্যার রামমন্দির। যার অপেক্ষায় এখন গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্বও নজরে রেখেছে। এবার অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদি সকল দেশবাসীকে অনুরোধ করেছেন যে, দেশবাসীকে ২২ জানুয়ারি দিওয়ালি উদযাপন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই ঐতিহাসিক মুহূর্তটি খুব সৌভাগ্যবশত আমাদের সকলের জীবনে এসেছে। আমাদের দেশের জন্য একটি নতুন সংকল্প করতে হবে এবং নিজেদেরকে নতুন শক্তিতে পূর্ণ করতে হবে। এর জন্য সমস্ত ১৪০ কোটি দেশবাসীর উচিত রামকে আলোকিত করা। ২২ জানুয়ারি জ্যোতি তাদের বাড়িতে এবং দীপাবলি উদযাপন করে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “এখানে ভগবান রামের একটি বিশাল মন্দির তৈরির পরে, এখানে আসা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের সরকার হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছে। অযোধ্যাকে স্মার্ট করে তুলছে। আজ আমি অযোধ্যাধাম বিমানবন্দর ও রেলস্টেশন উদ্বোধন করার সৌভাগ্য পেয়েছি। আমি খুশি যে অযোধ্যা বিমানবন্দরের নাম মহর্ষি বাল্মীকির নামে রাখা হয়েছে। মহর্ষি বাল্মীকি রামায়ণের মাধ্যমে ভগবান রামের কাজের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আধুনিক যুগে ভারত, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম, আমাদেরকে ঐশ্বরিক-মহা-নতুন রাম মন্দিরের সঙ্গে সংযুক্ত করবে। বর্তমানে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে ১০-১৫ হাজার লোককে সেবা দেওয়ার ক্ষমতা রয়েছে। স্টেশনটির সম্পূর্ণ বিকাশের পর, ৬০ হাজার লোকেরা প্রতিদিন অযোধ্যাধাম রেলস্টেশনে যাতায়াত করতে পারবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved