Home National Para Teacher Recruitment Case : নিয়োগ মামলায় জোর ধাক্কা উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের, খারিজ সিঙ্গল বেঞ্চের নির্দেশ

Para Teacher Recruitment Case : নিয়োগ মামলায় জোর ধাক্কা উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের, খারিজ সিঙ্গল বেঞ্চের নির্দেশ

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের জন্য খারাপ খবর। এবার থেকে উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা আর প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় যোগ দিতে পারবেন না। এনিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ খারিজ করে দিয়ে এমন কথাই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বুধবার সেই নির্দেশ খারিজ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানায়, ২০২২ নিয়োগে উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, দু’টি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া। সেই কারণে পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেওয়া হয়েছে। ফলে আদালতের এমন রায়ে রীতিমতো আতান্তরে বহু নিয়োগপ্রার্থী।

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ আইনে সেরকম কোনও নির্দেশনেই যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির পার্শ্বশিক্ষককে নিয়োগ করা যায় না।” তাই তিনি নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির প্যারাটিচারদের ১০ শতাংশকে সুযোগ দিতে হবে। কিন্তু তাঁর সেই নির্দেশ বুধবার খারিজ করে দিল হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved