Home Kolkata লক্ষ্মীবারে শহরে আসছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে 

লক্ষ্মীবারে শহরে আসছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে 

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মসূচিতে ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi murmu)। বৃহস্পতিবার ৫ ঘন্টার জন্য কলকাতা সফরে আসছেন তিনি। জানা গিয়েছে, রাজভবন এবং কলকাতা পোর্ট ট্রাস্টের দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবর।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সেখান থেকে রাজভবনে যাবেন তিনি। ব্রহ্মা কুমারিস-এর উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে। তার শুভ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। দুপুর বারোটা নাগাদ ওই সংস্থার পক্ষ থেকে আয়োজিত মধ্যাহ্নভোজনে অংশ নেবেন তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে রাজভবন থেকে বেরিয়ে গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন। সেখান থেকেই জিআরএসই‌র অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:Weather Update: বাড়বে বৃষ্টির পরিমাণ, আজ ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরেই ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বিন্ধ্যগিরির যাত্রা শুরু হবে আজ। এরপর দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতির ওই অনুষ্ঠানে থাকার কথা। তারপর সেখান থেকে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হবেন রাষ্ট্রপতি, পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের আসছেন। প্রথমবার রাজ্যে যখন তিনি এসেছিলেন, সেই সময় রাজ্য সরকারের কর্মসূচিতেও যোগদান করেছিলেন তিনি। সাক্ষাৎ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ করা, কিংবা অন্য কোন কর্মসূচি রয়েছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved