কলকাতা: একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশে। যার ফলে আজ, ১৭ ও আগামীকাল ১৮ তারিখের এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের। তারপর সেটি ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। আর এই গভীর নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার ওপরে। অর্থাৎ বাংলা জুড়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণবাতের ফলে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:২৩ আগষ্টের আগেই চাঁদে অবতরন চন্দ্রযান-৩ এর! জল্পনা তুঙ্গে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুধু তাই নয় আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ ১৭ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: “যখন অন্যকে বেশি গুরুত্ব দেবে…” ডিভোর্সের দোরগোড়ায় নবনীতাকে নিয়ে বিস্ফোরক জিতু
যেহেতু একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং অন্যদিকে ঘূর্ণবাতের জের! এই দুইয়ের প্রভাব পড়তে চলেছে বাংলার ওপরে। ইতিমধ্যেই এ প্রসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভারী বৃষ্টিতে ভিজবে চলেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তবে আগামী শুক্রবার থেকে সামান্য কমতে পারে বৃষ্টি। ফলে নতুন করে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা।