Home National নৃশংসতায় শেষ হয়েছিল রাজীবের কেরিয়ার, বিস্ফোরক সোনিয়া

নৃশংসতায় শেষ হয়েছিল রাজীবের কেরিয়ার, বিস্ফোরক সোনিয়া

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: নৃশংসভাবে ভাবে শেষ করা হয়েছিল রাজীব গান্ধির রাজনৈতিক জীবন৷ অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন রাজনৈতিক জীবনে।প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এমনটাই মন্তব্য করলেন। সোনিয়া রবিবার ২৫ তম রাজীব গান্ধি জাতীয় সদভাবনা পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং দেশ সেবা নিয়ে বক্তব্য পেশ করেন৷

আরও পড়ুন: Child Plays With Cobra :ভয়ঙ্কর বিশাল কোবরার লেজ ধরে খেলছে শিশু, যা দেখলে শিউরে উঠতেই হবে!

সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী যে সর্বদা সক্রিয় ছিলেন, তাও উঠে আসে সোনিয়ার বক্তব্যে। সোনিয়া আরও বলেন যে,রাজীব গান্ধির সময়েও ভারতীয় নাগরিকদের ভোটাধিকার ২১ বছর থেকে ১৮ বছর করা হয়েছিল। ১৯৮৫ সালে ইন্দিরা গান্ধির হত্যার পর, রাজীব গান্ধি কংগ্রেসের দায়িত্ব নেন ৷ তিনি ১৯৮৪-৮৯ সাল পর্যন্ত তিনি ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ হাজারো বিতর্ক থাকলেও, তাঁর সময়েই ভারতীয় সেনাবাহিনীতে বোফর্স কামানের সংযুক্তি ঘটেছিল৷ তার সুফল পরবর্তী সময়ে বহুবার পেয়েছে ভারতীয় সেনা৷ ১৯৯১ সালের ২১ মে আত্মঘাতী বিস্ফোরণে রাজীব গান্ধির মৃতু হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর বিশাল কোবরার লেজ ধরে খেলছে শিশু, যা দেখলে শিউরে উঠতেই হবে!

এদিন সোনিয়া বলেন, “নৃশংসভাবে রাজীব গান্ধির রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু, অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ তিনি দেশের একতা এবং বৈচিত্র্য নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন ৷ যেটুকু সময় তিনি দেশসেবার জন্য পেয়েছিলেন, এর মধ্যে একাধিক সাফল্য অর্জন করেছিলেন ৷ তিনি নারীর ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর ছিলেন ৷ পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন ৷ আজকের দিনে ১৫ লক্ষের বেশি মহিলা ভারতের গ্রাম এবং শহরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, তার পুরো কৃতিত্ব রাজীব গান্ধির ৷”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved