Home National সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, রাজ্যে মদ বিক্রি বন্ধ থাকবে টানা ৫ দিন

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, রাজ্যে মদ বিক্রি বন্ধ থাকবে টানা ৫ দিন

by Mahanagar Desk
6 views

 

গত এক সপ্তাহ ধরে মদ বিক্রি বেড়েছিল এবং ২২ শে আগস্টের পর থেকে মদ বিক্রি বিপুল মাত্রায় দিল্লী এবং আশেপাশের নানা জায়গাতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল বলে মদ ব্যাবসায়ীরা জানিয়েছিল।তবে চলতি সপ্তাহে রয়েছে ড্রাই ডে এবং জি – ২০ সামিট। যার জন্য এই সপ্তাহে টানা পাঁচদিন দিল্লীর সব মদের দোকান বন্ধ রাখার অনুমতি দেওয়া হচ্ছে।মদের দোকানগুলো বন্ধ থাকার কারণে মদের দোকানে এখন প্রায় প্রতিদিনই ভিড় উপচে পড়ছে।

কেজরিওয়াল সরকারকে দিল্লিতে ৪ টি ড্রাই ডে ঘোষণা করেন যার মধ্যে। একটি হল জন্মাষ্টমী।এই জন্মাষ্টমীর কারণে দিল্লীতে ৬থেকে ১০ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব মদের দোকান ।এরপর জি – ২০ সামিট উপলক্ষে দিল্লীর এবং আশেপাশের নানা জায়গাতে বন্ধ থাকবে নানা স্কুল – কলেজ,বাজার ,দোকান বন্ধ থাকার নির্দেশ দিয়েছে দিল্লী সরকার।সেই সঙ্গে সঙ্গে ৮ থেকে ১০ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সব মদের দোকান।

জি – ২০ সামিট সম্মেলন উপলক্ষে দিল্লী সরকার জানিয়েছে দিল্লীতে বাজার দোকানের পাশাপাশি বন্ধ থাকবে সব মদের দোকান।তবে সমগ্র রাজধানীতে মদের দোকান বন্ধ থাকবে না।জি – ২০ সম্মেলন চলাকালীন ৮ থেকে ১০ ই সেপ্টেম্বর মদের দোকান বন্ধ থাকবে।তবে ৬ এবং ৭ ই সেপ্টেম্বর দিল্লীতে সব মদের দোকান বন্ধ থাকবে।

জি – ২০ সম্মেলনের জন্য আবার নেমে আসতে পারে দিল্লীতে লকডাউন যার ফলে সমস্ত মদের দোকান আবার পুনরায় বন্ধ থাকবে বলে চিন্তিত মদপ্রেমীরা। করনায় ৬ মাস মদের দোকান বন্ধ থাকার কারণে মদপ্রেমীরা চরম অসস্তির সম্মুখীন হয়েছিল।তাই এখন থেকেই তারা বেশী করে মদ কিনে বাড়িতে মজুত করে রাখছে বলে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে।

You may also like