Home National মাস পেরনোর আগেই উদ্ধার নাড্ডা-পত্নীর খোয়া যাওয়া গাড়ি

মাস পেরনোর আগেই উদ্ধার নাড্ডা-পত্নীর খোয়া যাওয়া গাড়ি

গাড়ির চালক যোগীন্দর সিং গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন পুলিশে।

by Pallabi Sanyal
38 views

মহানগর ডেস্ক : মাত্র দিন কুড়ির মধ্যেই উদ্ধার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার স্ত্রী মল্লিকাদেবীর খোয়া যাওয়া ফরচুনা এসইউভি গাড়িটি।বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। গাড়ি চুরির যোগে জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

প্রসঙ্গত, ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে চুরি যায় মল্লিকা নাড্ডার ফরচুনা এসইউভি গাড়িটি। জানা যায়, গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন আনতে যান তখন থেকেই গাজড়ির খোঁজ মিলছিল না।এরপর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগপত্রে চালক উল্লেখ করেছেন যে গাড়িটি সার্ভিস সেন্টার পৌঁছে দিয়ে বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। পরে সার্ভিস সেন্টারে এসে দেখে গাড়িটি সেখানে নেই। মল্লিকা নাড্ডার গাড়ির চালকের অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে একটি মামলা দায়ের করে গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়। জেরা করা হয় সার্ভিস সেন্টারের কর্মীদেরও।

গাড়ির চালক যোগীন্দর সিং গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন পুলিশে। তারপরইশুরু হয় তদন্ত। ২০ দিনের মধ্যেই পাওয়া গেল খোঁজ। বরাণসী থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি।পুলিশ সূত্রের খবর, শাহিদ ও সিভাং ত্রিপাঠী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন ফরিদাবাদের কাছে বদকালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গাড়িটি পরিকল্পনামাফিক চুরি করা হয়েছে। আগে থেকেই চুরির ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। প্রথম দুই অভিযুক্ত একটি ক্রেটা গাড়িতে করে গোবিন্দপুরী এলাকায় পৌঁছয়। নাড্ডার স্ত্রীয়ের গাড়িটি চুরি করার পর যাতে ধরা না পড়ে তার জন্য় গাড়ির নম্বর প্লেটও বদলে দেয় তারা। তারপর তারা বদকালের দিকে গাড়িটিকে নিয়ে যায় । গাড়িটি আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফরচুনারটিকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল। তার আগেই গাড়িটিকে উদ্ধার করে ফেলে পুলিশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved